মহামারির সময় যে ওয়ার্ক ফ্রম হোম চালু হয়েছিল, তা এখনও অনেক অফিসেই বর্তমান। অনেক সময় অনেকেই বাড়ি থেকে কাজ করতে হয়। তবে বাড়ি থেকে কাজ করা একদিকে যেমন অসুবিধা যেন তেমন অন্যদিকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় সেই ব্যক্তিকে।
বাড়ি থেকে কাজ করার সময় যদি আপনার বারবার মনোযোগ ক্ষুন্ন হয়, তাহলে আপনাকে মেনে চলতে হবে এই পাঁচ নিয়ম, যা আপনার কাজে তৈরি হওয়া বাধা নিমেষে দূর করে দেবে। অনেক সময় বাড়ির বাস্তু দোষের কারণে এই সমস্যার সম্মুখীন হতে হয়, তাই আজ থেকেই অবশ্যই আপনি মেনে চলুন এই নিয়মগুলি।
১) আপনি যখন কাজ করতে বসবেন তখন দরজা বা জানালার পাশে কখনও বসবেন না। এতে আপনার মনোযোগ বারবার নষ্ট হয়ে যাবে। বাস্তুশাস্ত্র অনুযায়ী, আপনার ওয়ার্কডেস্ক সব সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিকে রাখা উচিত। এতে আপনার দক্ষতা বৃদ্ধি পাবে। ভুলেও উত্তর-পশ্চিম দিকে রাখবেন না ডেস্ক, তাতে ক্ষতি হয়ে যাওয়া সম্ভাবনা বাড়বে।
২) যে চেয়ারে বসে কাজ করেন সেটি আরামদায়ক হওয়া উচিত। এতে আপনার কাজে মনোযোগ বাড়বে। চেয়ারের উপরের অংশটি এমন হওয়া উচিত যাতে আপনি সেখানে মাথা রেখে কাজ করতে পারেন।
৩) যে স্থানে আপনি কাজ করবেন সেখানে শুধু দরকারী জিনিস ছাড়া অন্য কিছু রাখবেন না। এতে আপনার মন অন্যদিকে প্রভাবিত হবে না।
৪) যখন কাজে বসবেন তখন একটি জল ভর্তি জগ নিয়ে বসবেন, তাতে আপনার মনে ইতিবাচক শক্তির সঞ্চার হবে। আপনি কাজে মনোনিবেশ করতে পারবেন।
৫) এমন ডেস্ক কখনও ব্যবহার করবেন না যেটি কাচের হয়। ডাইনিং টেবিল বা অন্য কোন কাঁচের টেবিলে কাজ করবেন না। আর যদি নিতান্তই করতে হয় তাহলে ওপরে টেবিল কভার বিছিয়ে নিন।
৬) যেখানে কাজ করবেন সেটি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করুন এতে আপনার মনে ইতিবাচক প্রভাব পড়বে। যে ঘরে কাজ করবেন সেই ঘরের রঙ যেন সবসময় হালকা হয়। দেয়ালের রঙ নীল বা কালো যেন না হয়।