মেলবোর্নে সবাইকে অবাক করে দু’জন স্পিনারকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। দল থেকে বাদ দেওয়া হয়েছে শুভমন গিলকে। তাঁর জায়গায় সুযোগ দেওয়া হয়েছে ওয়াশিংটন সুন্দরকে। পার্থে প্রথম টেস্টে খেলতে দেখা গিয়েছিল তাঁকে। এরপর দ্বিতীয় টেস্টে তাঁকে বেঞ্চ করে সুযোগ দেওয়া হয় রবিচন্দ্রন অশ্বিনকে। তৃতীয় টেস্টে দলে একমাত্র স্পিনার অলরাউন্ডার হিসেবে খেলার সুযোগ পান রবীন্দ্র জাদেজা। এরই মাঝে তৃতীয় টেস্টের শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন অশ্বিন। আর এনিয়েই মেলবোর্নে কমেন্ট্রি করার সময় মন্তব্য করে বসলেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তিনি বলেন, অশ্বিন যদি জানতেন বক্সিং ডে টেস্টে ভারত দু’জন স্পিনার অলরাউন্ডার খেলাবে তাহলে হয়তো সিরিজের মাঝ পথে অবসর নিতেন না।
মেলবোর্নে কমেন্ট্রি করার সময় রবি শাস্ত্রী জানান, তিনি দল নির্বাচন করলে প্রথম একাদশে গিলকে রাখতেন। তিনি বলেন, ‘এটা খুবই সাহসী সিদ্ধান্ত। আমি গিলকে রাখতাম। রেড্ডি এবং ওয়াশিংটনের মধ্যে একজনকে বেছে নেওয়াটা কঠিন সিদ্ধান্ত হতো। তবে তারা দু’জনের ওপর আস্থা রেখেছেন।’ এরপরেই এই প্রাক্তন ক্রিকেটারকে অশ্বিনকে নিয়ে প্রশ্ন করা হলে তখন তিনি বলেন, ‘যদি অশ্বিন জানত যে ভারত দু’জন স্পিনারকে খেলাবে তাহলে সে হয়তো অবসর নিত না।’ চতুর্থ টেস্ট ম্যাচটি দু’দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। আগামী বছর যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হয় রোহিতদের তবে এই সিরিজে বড় ব্যবধানে জিততেই হবে। অনেকটা একই রকম সমীকরণ অস্ট্রেলিয়ার জন্যও। দুই পক্ষই চাইবে না এই সিরিজে হারতে।
প্রসঙ্গত, গাব্বায় তৃতীয় টেস্টের শেষে সকলকে অবাক করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি ভারতের হয়ে ১০৬টি টেস্ট ম্যাচে ৫৩৭টি উইকেট নিয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসেবে ক্রিকেট থেকে অবসর নেন অশ্বিন, সামগ্রিক পরিসংখ্যানে অনিল কুম্বলের (৬১৯ উইকেট) পরেই রয়েছে তাঁর নাম। ভারতের হয়ে মোট ১০৬টি টেস্টে ২০০ ইনিংসে বল করে ৫৩৭টি উইকেট নিয়েছেন তিনি। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৩৭ বার। টেস্টে ব্যাট হাতে ১৫১টি ইনিংসে ৩৫০৩ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ৬টি এবং হাফ-সেঞ্চুরি করেছেন ১৪টি।ভারতের হয়ে ৩ ফরম্যাট মিলিয়ে ২৮৭ ম্যাচে মোট ৭৬৫টি উইকেট নিয়েছেন অশ্বিন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও এখনও IPL এবং ক্লাব ক্রিকেট খেলবেন তিনি। ২০২৫ সালে তাঁকে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে দেখা যাবে।