বিগত কয়েক বছরে টেস্ট ক্রিকেটে খুব ভালো কিছু করে দেখাতে পারেননি ফ্যাব ফোরের অন্যতম বিরাট কোহলি এবং স্টিভ স্মিথ। দু’জনেই নিজেদের ফর্মের ধারে কাছে নেই। এখনও পর্যন্ত চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে দু’জনেই একটি করে সেঞ্চুরি হাঁকিয়েছেন। কিন্তু সেই ভাবে দাগ কাটতে পারেননি তাঁরা। তবে ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী মনে করছেন যে সিরিজের বাকি দু'টি টেস্টে রান পাওয়ার জন্য আগ্রাসী হয়ে উঠেবন এই দুই ক্রিকেটার। তিনি মনে করছেন, কোহলি এবং স্মিথের বাউন্স ব্যাকের পথে বাধা হয়ে উঠতে পারেন জো রুট এবং কেন উইলিয়ামসন। কারণ তাঁরা লাগাতার টেস্টে ভালো পারফর্ম করে আসছেন। অন্যদিকে চিন্তা বাড়াতে পারেন ইংল্যান্ডের ক্রিকেটার হ্যারি ব্রুকও।
রবি শাস্ত্রী ICC-র রিভিউ শোয়ে বলেন, ‘আমার মনে হয় তারা (বিরাট এবং স্মিথ) ফ্যাব ফোরের মধ্যে নিজেদের স্থান হারাতে চলেছে। কারণ রুট অসাধারণ খেলছে, উইলিয়ামসনও ভালো ফর্মে রয়েছে। এখন তো হ্যারি ব্রুকও দৌড়ে চলে এসেছে। আপনি জানেন অনেক তরুণ ক্রিকেটার খুবই ভালো করছে, তবে এরা হল ক্লাস প্লেয়ার। এরকম পরিস্থিতিতে তারা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, কারণ তারা রানের জন্য ক্ষুধার্ত।’ রুট ১৭ টেস্টে ৫৫.৫৭ গড়ে ১৫৫৬ রান করে এই বছর ফ্যাব ফোরের মধ্যে স্কোরিং তালিকায় শীর্ষে রয়েছেন। এদিকে, কেন উইলিয়ামসনের টেস্ট গড় ফ্যাব ফোরদের মধ্যে সবচেয়ে বেশি। তিনি ৫৯.৫৮ গড়ে ১০১৩ রান করেছেন।
স্মিথ পিছনে রয়েছেন এবং মাত্র ৩৩৭ রান করেছেন, কিন্তু এখনও কোহলির চেয়ে ভালো গড় (২৮.০৮) তাঁর। কোহলির ব্যাটিং গড় মাত্র ২৫.০৬। শাস্ত্রী বলেছেন, স্মিথ বুঝতে পেরেছেন তাঁকে কী করতে হবে, ব্রিসবেনে অসাধারণ শতরান তারই পরিচয়। তিনি বলেন, ‘কিসের প্রয়োজন তা আপনি স্মিথ কে দেখে বুঝবেন। প্রথম দিকে রান করতে একটু লড়াই করতে হয় তাকে ঠিকই তবে সে ধৈর্য নিয়ে খেলতে এবং শৃঙ্খলাবদ্ধ হওয়ার জন্য প্রস্তুত ছিল।’ শাস্ত্রী আরও যোগ করেন, ‘আমার মনে হয় বিরাটের জন্যও বিষয়টা একই। সে যদি প্রথম ৩০-৪০ মিনিট ধরে খেলে তাহলে ঠিক হয়ে যাবে। আমার মনে হয় না ওরা কেউ অফ ফর্মে রয়েছে।’ উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট ম্যাচটি। সেখানেই নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্যে থাকবে বিরাট এবং স্মিথ।