চলতি আইপিএলে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি মুম্বই ইন্ডিয়ান্স। তিনটি ম্যাচ খেলে ফেলেছে তারা। তিনটিতেই হেরেছে। এই মুহূর্তে আইপিএল টেবলের লাস্টবয় হার্দিক পান্ডিয়ারা। এই পরিস্থিতিতে রবিবার ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে মুম্বই ওয়াংখেড়েতে দুপুর সাড়ে তিনটের সময়ে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এদিকে ঋষভ পন্তের দিল্লি রয়েছে লিগ টেবলের ৯ নম্বরে। তারা আবার চারটি ম্যাচ খেলে ফেলেছে। তিনটিতে হেরেছে। একটি ম্যাচ জিতেছে। সেক্ষেত্রে দিল্লি অন্তত পয়েন্টের খাতা খুলতে পেরেছে। মুম্বই যেটা এখনও পারেনি।
তবে হার্দিক পান্ডিয়ার দলের কাছে বড় স্বস্তি, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের আগে দলে যোগ দিয়েছেন সূর্যকুমার যাদব। সূর্যের প্রত্যাবর্তনই এখন এমআই-এর কাছে বড় অক্সিজেন। কারণ এতে ব্যাটিং লাইনআপের শক্তি বেড়েছে। তবে সূর্য একাদশে ঢুকলে কে বাদ পড়বেন? এটাই হল বড় প্রশ্ন।
আরও পড়ুন: জানতাম একটা ইনিংসেই খেলা ঘুরতে পারে, ভাগ্যের সহায়তা পেয়েছি- সেঞ্চুরি করে অকপট বাটলার
সম্ভবত ডিওয়াল্ড ব্রেভিসের জায়গায় দলে ঢুকবেন স্কাই। এখনও পর্যন্ত ব্যাট হাতে ব্রেভিস সে অর্থে নজর কাড়তে পারেননি। এছাড়াও তরুণ ব্যাটসম্যান নমন ধীরও বাদ পড়তে পারেন। কারণ তিনি এখনও পর্যন্ত বড় স্কোর করে উঠতে পারেননি।
এদিকে ক্যাপিটালসের ব্যাটিং লাইনআপে বাঁ-হাতিদের আধিপত্য বেশি। তাই মুম্বই এই ম্যাচের জন্য অভিজ্ঞ আফগান অফ-স্পিনার মহম্মদ নবীকে একাদশে রাখার কথা বিবেচনা করতে পারে। তিনি ব্যাটারদের বিপদে ফেলার পাশাপাশি, স্লগ ওভারে তাঁর পাওয়ার হিটিং দিয়ে দলের জন্য একটি উপযুক্ত ফিনিশ নিশ্চিত করতে পারেন।
দিল্লি ক্যাপিটালসের ওপেনার ডেভিড ওয়ার্নার এবং পৃথ্বী শ'ই সম্ভবত এদিন শুরু করবেন। ওপেনিং জুটিতে বাম-ডানের সংমিশ্রণটি ডিসির জন্য একটি অতিরিক্ত সুবিধে। ওয়ার্নার শুধু পিটিয়ে খেলা নয়, প্রয়োজনে হাল ধরতে পারেন। এবং পৃথ্বী শ' বোলারদের ছাতু করতে ওস্তাদ।
আরও পড়ুন: আমাদের আরও ১০-১৫ রান বেশি করার দরকার ছিল- ঘুরিয়ে কি কোহলির স্লো ব্যাটিংকে দুষলেন ফ্যাফ?
মিডল অর্ডারে ডিসির কাছে একগুচ্ছ প্রতিভাবান ব্যাটসম্যান রয়েছে। তাদের মধ্যে ঋষভ পন্তের দিকে নজর থাকবে। পন্ত ভালো ছন্দে রয়েছেনয। দীর্ঘ দিন ক্রিকেট থেকে দূরে থাকার পর গত দু'ম্যাচে তিনি পুরনো ফর্মে ধরা দিয়েছেন। স্টাম্পের পিছনে এবং অধিনায়ক হিসেবেও তিনি প্রভাব ফেলতে চাইবেন। তাঁকে অনুসরণ করতে পারেন ত্রিস্তান স্টাবস, যিনি কয়েকটি ভালো ক্যামিও ইনিংস খেলেছেন।
তবে কিছু ব্যাটারের ফর্ম ডিসির জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ৬ নম্বরে দিল্লি অভিষেক পোড়েলকে খেলাচ্ছে। দিল্লির প্রথম ম্যাচে তিনি নজর কাড়লেও, তার পর নিরাশই করে চলেছেন। অল-রাউন্ডারদের বিভাগে অক্ষর প্যাটেল উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারছেন না। মিচেল মার্শকেও ছন্দে থাকতে হবে। খারাপ ফর্মের কারণে বাদও পড়তে পারেন মিচেল মার্শ। তাঁর জায়গায় দিল্লি ক্যাপিটালস জ্যাক ফ্রেজার-ম্যাকগর্ককে খেলাতে পারে দিল্লি।
আরও পড়ুন: কমলা টুপির লড়াইয়ে কোহলিদের চাপে ফেলছেন SRH-এর অভিষেক শর্মা, ক্লাসেনও উঠে এসেছেন রিয়ানদের ঘাড়ে
বোলারদের মধ্যে পাওয়ারপ্লে ওভারে খালিল আহমেদ নতুন বলে বেশ নজর কাড়ছেন। তিনি কিছুটা সুইংও পাচ্ছেন। তাঁকে সহায়তা করবেন এনরিখ নরকিয়া এবং ইশান্ত শর্মা। নরকিয়া তাঁর নিখুঁত গতিতে ব্যাটারদের সমস্যায় ফেলতে পারেন। ইশান্ত তাঁর উচ্চতা, সিম মুভমেন্ট এবং ইনসুইঙ্গার দিয়ে বিপজ্জনক হয়ে ওঠেন।
এছাড়াও মধ্য ওভারে ডিসির হাতে রয়েছে মুকেশ কুমার এবং প্রবীণ দুবের মতো বিকল্প। কুলদীপ যাদবের অনুপস্থিতি কিছুটা চাপে ফেলেছে। তাঁর অনুপস্থিতিতে দুবে একাদশে থাকতে পারেন। ডেথ ওভারে মুকেশই হবেন ডিসির চাবিকাঠি।
মুম্বইয়ের সম্ভাব্য একাদশ: ইশান কিষান (উইকেটকিপার), রোহিত শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), টিম ডেভিড, মহম্মদ নবি, জসপ্রীত বুমরাহ, আকাশ মাধওয়াল, জেরাল্ড কোয়েটজি, পীযূষ চাওলা।
ইমপ্যাক্ট প্লেয়ার বিকল্প: নেহাল ওয়াধেরা, নমন ধীর, রোমারিও শেফার্ড, নুয়ান থুশারা, কুমার কার্তিকেয়।
দিল্লির সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ', মিচেল মার্শ, ঋষভ পন্ত (অধিনায়ক এবং উইকেটকিপার), ত্রিস্তান স্টাবস, অভিষেক পোড়েল, অক্ষর প্যাটেল, মুকেশ কুমার, এনরিখ নরকিয়া, ইশান্ত শর্মা, খালিল আহমেদ।
ইমপ্যাক্ট প্লেয়ার বিকল্প: প্রবীণ দুবে, কুমার কুশাগ্রা