যুব তৃণমূল নেতা লক্ষ্য করে গুলি চালনার ঘটনায় আতঙ্ক ছড়াল বহরমপুরে। শনিবার রাতে শহর যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। তবে গুলি গাড়িতে লাগেনি। ঘটনায় রীতিমতো আতঙ্কিত ওই যুব তৃণমূল নেতা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পাপাই ঘোষ জানিয়েছেন, শনিবার রাতে কাজ সেরে গাড়িতে বাড়ি ফিরছিলেন তিনি। তখনই শহরের কাশিমবাজার এলাকায় তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় কেউ বা কারা। প্রথমে একটি গুলি চালানো হয়। পরে আরও একটি গুলি চলে। গুলির আওয়াজ পেয়ে চালক দ্রুত গাড়ি চালিয়ে এলাকা ছাড়েন। গুলির আওয়াজ পেয়ে স্থানীয় দোকানিরা জড়ো হয়ে যান। তবে দুষ্কৃতীদের কেউ চিহ্নিত করতে পারেননি।
কে বা কারা তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালাল তা বলতে পারেরনি পাপাই। তিনি বলেন, আমি তো মোটরসাইকেলে করে শহরে ঘুরে বেড়াই। তেমন একজন লোকের গাড়ি লক্ষ্য করে কেউ গুলি চালাবে কেন? হামলা হলে তো মোটরসাইকেলেই হতে পারত।
ঘটনার পিছনে রাজনৈতিক কারণ রয়েছে, না কি ব্যক্তিগত অক্রোশেই গুলি চালানো হয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনার তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তারা। তবে রবিবার সকাল পর্যন্ত ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের শাসকদলকে তীব্র কটাক্ষ করেছে কংগ্রেস। তাদের দাবি, তৃণমূলের শাসনে তৃণমূল নেতার ওপরেই প্রকাশ্যে গুলি চলছে। এতে স্পষ্ট যে রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা কোন তলানিতে নেমেছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের জেরেই গুলি চলেছে। তোলাবাজির টাকার ভাগ বাটোয়ারা নিয়ে তো ওদের মধ্যে সারাক্ষণ বিবাদ লেগেই থাকে।