বৈদিক জ্যোতিষশাস্ত্রে গুরুকে জ্ঞান, শিক্ষা, ধার্মিক কাজ, পবিত্র স্থানের কারক বলে মনে করা হয়। এই গুরু যাঁর ওপর কৃপা বর্ষণ করেন, তিনি নানান দিক থেকে হন লাভবান। ফলত, গুরুর চালে সামান্য বদল এলেও তা সমস্ত রাশিকে প্রভাবিত করে। এবার কুম্ভ সহ একাধিক রাশিকে কৃপা করতে চলেছেন গুরু বৃহস্পতি। কেন? তার আগে জেনে নেওয়া যাক, কাদের ভালো সময় আসছে।
তুলা
গুরু বৃহস্পতির সোজা চাল সিংহ রাশির জন্য বেশ সুখ নিয়ে আসবে। গুরু গ্রহ আপনার রাশির তৃতীয় আর ষষ্ঠভাবের স্বামী। এই সময় আপনার সন্তানের পক্ষ থেকে বেশ কিছু সুখবর পেয়ে থাকতে পারেন। যাঁরা গবেষণার ক্ষেত্রে রয়েছেন তাঁদের জন্য এই সময়কাল ভালো ও সাফল্যে ভরা হতে পারে। আপনার সাহস আর পরাক্রম বৃদ্ধি হতে চলেছে। দেশ বিদেশে কোথাও যাত্রা করতে পারেন।
( Vastu Shastra Tips: সৌভাগ্য ধরে রাখতে কোন ৫ জিনিস পকেটে ভুলেও রাখবেন না? রইল বাস্তুটিপস)
কুম্ভ
গুর গ্রহের বক্রী হওয়া আপনার রাশির জন্য লাভদায়ক হতে পারে। আপনার রাশিতে পঞ্চমভাবে বক্রী হবেন গুরু গ্রহ। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সাফল্য পাবেন। যাঁরা সন্তানের জন্য আগ্রহী, তাঁরা এই সময় পেতে পারেন সন্তান। সন্তানের দিক থেকে কোনও শুভ খবর আসতে পারে। হঠাৎ করে আকস্মিক ধনলাভ হতে পারে। বিদেশের কোনও সূত্র থেকে পেতে পারেন লাভ। চাকরিরতদের বিদেশ যাত্রা হতে পারে, বা বিদেশের কোনও কম্পানিতে যোগ দিতে পারেন।