By Tulika Samadder
Published 10 Mar, 2025
Hindustan Times
Bangla
মশার দাপটে প্রাণ ওষ্ঠাগত? এই ৫ গাছ বাড়িতে রাখলে আসবে না ধারেকাছে
গরম পড়া মানেই, মশার উপদ্রব শুরু। বিকেলের পর থেকে যেন জানলা খোলাই দায়!
এদিকে, মশা মারার ধূপ বা তেল থেকে, অনেকেরই হয় এলার্জির সমস্যা।
তবে জানেন কি, বাড়ির মধ্যে কয়েকটি গাছ লাগালে মশা আপনার বাড়ি থেকে দূরে থাকবে। দেখে নিন-
ঘরের ব্যালকনিতে আপনি লাগাতে পারেন এই গাছগুলি। এখনই নিয়ে আসুন বাজার থেকে কিনে।
রোজমেরি গাছের একটা কড়া গন্ধ রয়েছে। আর এই গন্ধই মশাকে দূরে রাখতে সাহায্য করে। খুব সহজেই ব্যালকিতে টবে, এই গুল্মজাতীয় গাছ লাগানো সম্ভব।
তুলসী গাছের কড়া গন্ধ, শুধু মশাদের নয়, অন্যান্য পোকামাকড়দেরও ঘর থেকে দূরে রাখে।
মশা তাড়াতে খুব কার্যকী পুদিনা গাছও। এটিও খুব সহজে, ব্যালকনিতে লাগানো সম্ভব।
টবে রসুন পুতে দিন। দেখবেন দিন পনেরোর মধ্যেই পাতা বেরিয়ে আসছে। এই গাছের কড়া গন্ধও মশা-মাছিকে দূরে রাখে ঘরের থেকে।
গাঁদা গাছও মশা, পোকামাকরকে দূরে রাখে। চোখ বুজে ব্যালকনিতে টবে, এই ফুল গাছ লাগাতে পারেন।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন