বাংলা নিউজ >
দেখতেই হবে >
MLA slaps Voter Video: অন্ধ্রপ্রদেশে বুথে লাইন ভেঙে MLA এগোতেই প্রতিবাদ ভোটারের! থাপ্পড় মারতেই বিধায়ককেও পাল্টা চড়
Updated: 13 May 2024, 07:04 PM IST
Sritama Mitra
চতুর্থ দফা ভোট পর্বে এক ঘটনা ঘিরে উস্কে গেল ভিআইপি সংস্কৃতি ঘিরে প্রশ্ন। ঘটনা অন্ধ্রপ্রদেশের গুন্টুরের। সেখানে ভোটিং বুথে লাই ভেঙে এগিয়ে যেতে দেখা যায় ওয়াইওসআর কংগ্রেস পার্টির বিধায়ক এ শিবকুমারকে। তখনই লাইনে দাঁড়ানো এক সাধারণ ভোটার তার প্রতিবাদ করেন। পাল্টা সেই সাধারণ ভোটারকে থাপ্পড় মারেন শিবকুমার। পরে পাল্টা সেই ভোটারও বিধায়ককে থাপ্পড় মারেন। গোটা ঘটনা ঘিরে তোলপাড়।