দশ কোটি চেয়েছিলেন সিসোধিয়া, টিকিট না পেয়ে অভিযোগ আপ বিধায়কের
মঙ্গলবার আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে আম আদমি পার্টি। টিকিট পাননি আপের বদরপুর বিধায়ক নারায়ণ দত্ত শর্মা। বুধবার দলের বিরুদ্ধে বিদ্রোহ করে বসলেন তিনি। অভিযোগ যে টিকিট দেওয়ার জন্য দশ কোটি টাকা চেয়েছিলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোধিয়া। তবে এই অভিযোগকে আমল দিতে নারাজ আপ। দলের নেতা সঞ্জয় সিং বলেন যে যারা টিকিট পান না, তারা এমন অভিযোগ হামেশাই করে থাকেন।