Updated: 11 Dec 2022, 04:54 PM IST
লেখক Abhijit Chowdhury
আজ নাগপুর-মুম্বই সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের প্রথম পর্যা... more
আজ নাগপুর-মুম্বই সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের প্রথম পর্যায়ের উদ্বোধন করলেন মোদী। এর আগে মোদীকে ঢোল বাজাতে দেখা গেল আজ। এদিকে নাগপুর মেট্রোর প্রথম ফেজেরও উদ্বোধন করেন মোদী। নিজে টোকেন কেটে নাগপুর মেট্রোতেও চড়েন মোদী। মেট্রোতে পড়ুয়া এবং অন্যান্য যাত্রীদের সঙ্গে গল্প করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।