KK Video: মৃত্যুর আগে কেকের শেষ কিছু মুহূর্ত ধরা পড়ল হোটেলের সিসিটিভিতে
নজরুল মঞ্চে শারীরিক অস্বস্তি বাড়তেই কেকে সেই রাতে রওনা দেন হোটেলের উদ্দেশে। শোনা যাচ্ছে, গাড়িতে উঠে বসতেই তাঁর শীত করতে শুরু করে। অথচ তার আগে নজরুল মঞ্চে তাঁকে বারবার ঘাম মুছতে দেখা যায়। ফলে প্রশ্ন উঠছে,গরমের পর এমন ঠাণ্ডাভাবে কি কোনও অশনি সংকেত লুকিয়ে ছিল? সোজা গিয়ে নামেন গ্র্যান্ড হোটেলে। সেখানে লবির সিসিটিভি ফুটেজে এই ছবি ধরা পড়েছে। দেখা যাচ্ছে, তখনও গলায় তোয়ালে জড়িয়ে কেকে নিজের ঘরের দিকে যাচ্ছেন। সঙ্গে ছিলেন ম্যানেজার। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে, তাঁর হাটা চলায় কোনও জড়তা ছিল না। শোনা যাচ্ছে হোটেলে ঢোকার আগে বহু ভক্তের আবদার মিটিয়ে সেলফিও তুলেছেন তিনি। এরপরই হোটেলের ঘরে ঢুকে আচমকা কিছু সোফায় বসতে গিয়ে পড়ে যান এই সঙ্গীতশিল্পী। এরপর তাঁকে সুস্থ করার যাবতীয় চেষ্টা, লড়াইকে ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি দেন কৃষ্ণকুমার কুন্নাথ।