বাংলা নিউজ > ময়দান > PSL 2023: ভারতকে ‘উপহাস’-র পর ধ্বংস হল লাহোর! PSL-এ ৬৭ রানে শাহিনের দলকে হারালেন ওয়েডরা
পরবর্তী খবর
PSL 2023: ভারতকে ‘উপহাস’-র পর ধ্বংস হল লাহোর! PSL-এ ৬৭ রানে শাহিনের দলকে হারালেন ওয়েডরা
2 মিনিটে পড়ুন Updated: 20 Feb 2023, 12:06 AM ISTAyan Das
PSL 2023: লাহোর কালান্দার্সকে গুঁড়িয়ে দিল করাচি কিংস। ৬৭ রানে জিতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন মহম্মদ আমিররা। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন করাচির অধিনায়ক ইমাদ ওয়াসিম।
বোল্ড ফখর জামান। (ছবি সৌজন্যে এএফপি)
একতরফা ডার্বিতে লাহোর কালান্দার্সকে গুঁড়িয়ে দিল করাচি কিংস। ৬৭ রানে জিতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন মহম্মদ আমিররা। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন করাচির অধিনায়ক ইমাদ ওয়াসিম। ১৯ বলে অপরাজিত ৩৫ রানের পাশাপাশি বল হাতে চার ওভারে ২৩ রান দিয়ে এক উইকেট নেন তিনি।
রবিবার করাচিতে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। লাহোরের দুরন্ত বোলিং বিভাগের বিরুদ্ধে দারুণ শুরু করেন করাচির দুই ওপেনার ম্যাথু ওয়েড এবং জেমস ভিনস। প্রথম উইকেটে দু'জনে ৭০ রান যোগ করেন। অষ্টম ওভারের প্রথম বলেই ওয়েড (২৪ বলে ৩৬ রান) রান-আউট হয়ে যেতে করাচির রানের গতি কিছুটা কমে যায়। বিশেষত ১০০ রানের গণ্ডি পেরনোর পর করাচির পরপর কয়েকটি উইকেট পড়ে যায়।
শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৮৫ রান তোলে করাচি। সর্বোচ্চ ৪৬ রান করেন ভিনস। সাত বলে ১০ রান করেন শোয়েব মালিক। ১৯ বলে ২০ রান করেন বেন কাটিং। ৩৫ রানে অপরাজিত থাকেন ইমাদ। লাহোরের হয়ে একটি করে উইকেট পান পাকিস্তানের তারকা পেসার শাহিন (চার ওভারে ৩৯ রান), হ্যারিস রউফ (চার ওভারে ৩৫ রান), জামান খান (চার ওভারে ৩৪ রান) এবং লিয়াম ডসন (তিন ওভারে ২৯ রান)।
সেই রান তাড়া করতে নেমে শুরুটা মন্দ হয়নি লাহোরের। চার ওভারে ৪০ রান উঠে যায়। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে প্রথম ধাক্কা খায় লাহোর। ১২ বলে ১৫ রান করে আউট হয়ে যান ফখর জামান। পরের ওভারেই প্যাভিলিয়নে ফেরেন শাই হোপ। তারপর মির্জা বেগ এবং কামরান গুলামের মধ্যে একটা পার্টনারশিপ তৈরি হলেও একেবারে ঢিমেগতিতে খেলতে থাকেন তাঁরা। তার জেরে ক্রমশ রিকোয়ার্ড রানরেটের বোঝা বাড়তে থাকে। যে বোঝার চাপে নুইয়ে পড়ে করাচি।
শেষপর্যন্ত ১৭.৩ ওভারে ১১৮ রানে অল-আউট হয়ে যায় লাহোর। সর্বোচ্চ ৩৯ বলে ৪৫ রান বেগ। সিকন্দর রাজা ১২ বলে ১৮ রান করেন। করাচির হয়ে ৩.৩ ওভারে ২৮ রানে চার উইকেট নেন আকিফ জাভেদ। দুটি করে উইকেট পান আমের ইয়ামিন (তিন ওভারে ১৮ রান) এবং কাটিং (এক ওভারে ১২ রান)। একটি করে উইকেট পান ইমাদ (চার ওভারে ২৩ রান) এবং মহম্মদ আমির (দুই ওভারে ১২ রান)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।