শুরু হয়ে গেছে প্যারিস অলিম্পিক্স। তাঁর আগে জোরকদমেই নিজের অনুশীলন সাড়ছেন ভারতের পিভি সিন্ধু। নিরজ চোপড়ার মতোই সিন্ধু এবারের অলিম্পিক্সে ভারতের পদক জয়ের দাবিদারদের মধ্যে অন্যতম। গত দুবার অলিম্পিক্সে ব্রোঞ্জ এবং রৌপ্য আনার পর এবার থার্ড টাইম লাকি হতে চান তিনি। পদকের হ্যাটট্রিকের পাশাপাশি তাঁর লক্ষ্য অবশ্যই দেশের জন্য সোনা জয়। সেই লক্ষ্যেই মনযোগের সঙ্গে এখন প্রস্তুতি সেড়ে নিচ্ছেন ২৯ বছর বয়সী এই তারকা শাটলার। শুরুর দিকে তেমন কঠিন প্রতিপক্ষ না থাকলেও প্রি কোয়ার্টার থেকে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হবেন তিনি।
আরও পড়ুন-বাজবলের মতো পাকিস্তান ক্রিকেটেও নতুন স্টাইল আনতে চান টেস্ট কোচ জ্যাসন গিলেসপি
ভারতের জোড়া অলিম্পিক্স পদকজয়ী শাটলার বলছেন, ‘সব সময়ই নতুন একটা অনুভূমি যখন অলিম্পিক্সে খেলতে যান। ২০১৬ সালে আমি আন্ডারডগ হিসেবে খেলতে নেমেছিলাম, তাই সেবার আমার ওপর কোনও চাপ ছিল না। টোকিও অলিম্পিক্সে চাপ ছিল, কারণ সকলেই আমার থেকে পদকের আশা করেছিল। আমি তাই দুবার দুরকমের অলিম্পিক্সের অভিজ্ঞতা পেয়েছি, একবার চাপ ছিল আরেকবার ছিল না। প্রত্যেকবার আমি অলিম্পিক্সে নামি পদক জিততে, আর আশা রাখি এবারও পদক জিতে হ্যাটট্রিক করব। প্রকাশ স্যার এবং আগাস স্যার অনেকগুলো জিনিস বলেছে যেগুলোয় নজর দিয়েছি। শুধু র্্যালি খেললে হবে না, কখনও কখনও বুদ্ধিমত্তার সঙ্গে স্ট্র্যাটেজি বদলাতে হবে ম্যাচে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বুঝে। অনেক উন্নতি করেছি আমি, সেটা কোর্টেই দেখতে পাবে।’
আরও পড়ুন-সিরিজ শুরুর আগে দুঃসংবাদ শ্রীলঙ্কা শিবিরে! ছিটকে গেলেন নাইট রাইডার্সে খেলা পেসার…
পিভি সিন্ধু মনে করছেন গত দুবারের তুলনায় তিনি এবার আরও ভালো পারফরমেন্স করবেন। কারণ নিজের স্ট্রোক প্লে এবং দীর্ঘ র্্যালির ক্ষেত্রে নিজের ফিটনেস আরও বাড়িয়েছেন তিনি। বেঙ্গালুরু থেকে সারব্রাকেনে গিয়ে অলিম্পিক্সের প্রস্তুতি সেরেছেন তারকা শাটলার। সিন্ধু আরও বলছেন, ‘এখানে আমি তিনজনের সঙ্গে অনুশীলন করেছি। একজন বাঁহাতি, একজন ডানহাতি এবং একজন র্্যালি খেলোয়াড়। একজন,দুজন এবং তিনজনের বিরুদ্ধেই আমি একা খেলে নিজেকে প্রস্তুত করেছি। এটা খুব সাহায্য করেছে যে বিভিন্ন খেলোয়াড়ের সঙ্গে আমি অনুশীলনের সুযোগ পেয়েছি ’।
আরও পড়ুন-প্যারিস অলিম্পিক্সে বক্সিংয়ের ড্র! শুরু থেকেই পথ কঠিন নিখাত-লভলিনাদের… বাই পেলেন অমিত!
প্যারিসে হাই অলটিটিউডে যাতে শ্বাসকষ্টজনিত বা ফিটনেসগত কোনও সমস্যা না হয় তাই হাইপোক্সিক টেস্টে রাতে ঘুমিয়েছেন সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে। প্যারিস অলিম্পিক্সে সিন্ধুর প্রাথমিক পথ মসৃণ। ক্রমতালিকায় নিচে থাকা এন্তোনিয়া এবং মালদ্বিপের প্রতিদ্বন্দীর মুখোমুখি হবেন তিনি। প্রি কোয়ার্টার থেকেও তাঁর আসল লড়াই শুরু হবে, যেখানে তিনি চিনা প্রতিদ্বন্দী রি বিংজিয়াও মুখোমুখি হতে পারেন। সিন্ধু বলছেন, এখন থেকেই প্রি কোয়ার্টারে প্রতিপক্ষ নিয়ে স্ট্র্যাটেজি শুরু করে দিয়েছেন তিনি। কোর্টে ঠিক সময়, ঠিক শট খেলার সিদ্ধান্ত নিয়েই আপাতত মনযোগ দিচ্ছেন হায়দরাবাদী তনয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।