RCB vs KKR IPL 2023: কলকাতা নাইট রাইডার্সের এই বোলারদের সামনে কখনও সফল হননি কোহলি, গ্লেন ও ফ্যাফ (KGF)।
RCB-র KGF (কোহলি, গ্লেন, ফ্যাফ)। ছবি- বিসিসিআই।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সেরা তিন তারকাকে (KGF) আটকানোর হাতিয়ার রয়েছে কলকাতা নাইট রাইডার্সের কাছে। যদিও সেই অস্ত্র এই মুহূর্তে কতটা ধারালো, সেটার উপরেই নির্ভর করছে কেকেআরের সাফল্য। আসলে কোহলি, গ্লেন ও ফ্যাফ, আরসিবির এই ত্রিফলা আক্রমণ বরাবর ব্যর্থ হয়েছে এমন দুই বোলারের সামনে, যাঁরা এই মুহূর্তে নাইট শিবিরের অন্যতম সেনানি।
চলতি মরশুমে আরসিবির ব্যাটিং পুরেপুরি নির্ভর করছে ফ্যাফ ডু'প্লেসি, বিরাট কোহলি ও গ্লেন ম্যাক্সওয়েলের উপরে। ডু'প্লেসি আরসিবির হয়ে ৭ ম্যাচে এখনও পর্যন্ত সব থেকে বেশি ৪০৫ রান করেছেন। তিনি হাফ-সেঞ্চুরি করেছেন ৫টি। কোহলি করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ২৭৯ রান। বিরাট হাফ-সেঞ্চুরি করেছেন ৪টি। ম্যাক্সওয়েল ৩টি অর্ধশতরান-সহ দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ ২৫৩ রান সংগ্রহ করেছেন।
উল্লেখযোগ্য বিষয় হল, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের আর কোনও ব্যাটসম্যান সাকুল্যে একশো রানের গণ্ডি টপকাতে পারেননি। চতুর্থ সর্বোচ্চ রান দীনেশ কার্তিকের ৬১। সুতরাং ফ্যাফ-বিরাট-ম্যাক্সওয়েল ত্রয়ীকে সস্তায় ফেরাতে পারলেই কেল্লা ফতে কলকাতার।
ফ্যাফকে সস্তায় ফেরাতে কলকাতার অস্ত্র হতে পারেন সুনীল নারিন। কেননা টি-২০ ক্রিকেটে নারিনের বিরুদ্ধে কখনও সফল হতে পারেননি প্রোটিয়া তারকা। নারিনের ৬৭টি বল খেলে ডু'প্লেসি সাকুল্যে ৪৭ রান সংগ্রহ করেছেন। আউট হয়েছেন ২ বার। ১টি চার মারলেও সুনীলকে কোনও ছক্কা হাঁকাতে পারেননি আরসিবি দলনায়ক।
টি-২০ ক্রিকেটে নারিনকে সামলাতে হিমশিম খেয়েছেন বিরাট কোহলিও। সুনীল নারিনের ১৪১টি বল খেলে কোহলি সাকুল্যে ১৩৭ রান সংগ্রহ করেছেন। ক্যারিবিয়ান স্পিনারের বলে বিরাট আউট হয়েছেন ৪ বার। নারিনের বলে বিরাট ১১টি চার মেরেছেন বটে, তবে ছক্কা হাঁকিয়েছেন মোটে ১টি।
ডু'প্লেসি ও কোহলিকে থামাতে কলকাতার হাতিয়ার যদি হন সুনীল নারিন, তবে ম্যাক্সওয়েলকে চমকে দিতে কেকেআরের ভরসা হতে পারেন উমেশ যাদব। ম্যাক্সওয়েলকে ৭টি টি-২০ ইনিংসে বল করে উমেশ আউট করেছেন ৪ বার। উমেশের সাকুল্যে ২৮টি বল খেলে গ্লেন সংগ্রহ করেছেন ৩১ রান। ৫টি চার মারলেও যাদবের বলে কোনও ছক্কা হাঁকাতে পারেননি অজি তারকা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।