টানা পাঁচটি ম্যাচ হারলেও, দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটের পরিচালক সৌরভ গঙ্গোপাধ্যায় বিশ্বাস করেন যে তাঁর দল একটি প্রত্যাবর্তন করতে পারে এবং চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩ জিততে পারে। চলতি আইপিএল টুর্নামেন্টে তাদের বাকি রয়েছে ৯টি খেলা। সৌরভ গঙ্গোপাধ্যা বলেছেন, ‘আমাদের এটিকে পিছনে রাখতে হবে। অধিনায়ককে ফিরিয়ে আনুন, একে অপরকে একসঙ্গে রাখুন এবং আমরা পরের ম্যাচে নতুন করে ফিরে আসব। আমরা এর থেকে খারাপ হতে পারি না, আমরা কেবল আরও ভালো হতে পারি, এখনও নয়টি খেলা আছে। বাকি খেলায় আমরা জিততে পারি।’ দিল্লি ক্যাপিটলসের শেয়ার করা ভিডিয়োতে সৌরভ গঙ্গোপাধ্যায়কে এমনটা বলতে শোনা যায়।
আরও পড়ুন… সঞ্জুকে নিয়ে হর্ষ ভোগলের বড় মন্তব্য, আবারও ভারতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে উঠছে প্রশ্ন
সৌরভ গঙ্গোপাধ্যায় আরও বলেন, ‘আমরা যোগ্যতা অর্জন করি বা না করি সেটা কোনও ব্যাপার নয়, এই পর্যায়ে আমাদের কাছে এটি তেমন কোন ব্যাপারই নয়। তবে আসুন নিজেদের ভিতরটা দেখি, নিজেদের জন্য খেলি, আমাদের গর্বের জন্য খেলি এবং দেখি আমরা সেখানে যেতে পারি কিনা।’ তিনি আরও বলেন, ‘মাঠে যা ঘটছে তার থেকে এই মুহূর্তে আমরা অনেক ভালো দল। শুধু একটি খেলার পরিবর্তন হয় এবং আমরা তা করব। ডেভিডের (ওয়ার্নার) সঙ্গে থাকুন, তিনিই অধিনায়ক এবং তিনিই সেরা। দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি।’
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- http://betvisa90.com/sports/ipl)
আরও পড়ুন… রশিদ-মুরলি-ওয়ার্ন কি করবে! সঞ্জু ফর্মে থাকলে সবাই অচল, সার্টিফিকেট সাঙ্গাকারার
এদিকে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতামতকে প্রতিধ্বনিত করেছেন দিল্লির প্রধান কোচ রিকি পন্টিং এবং ডিসি স্পিনার কুলদীপ যাদবকে একটি শক্তিশালী বার্তা দিয়েছে। আসলে জিততে না পারায় ম্যাচ শেষে পন্টিং-এর কাছে এসে সরি অর্থাৎ ক্ষমা চেয়েছিলেন কুলদীপ যাদব। সেটাই পন্টিং মনে করিয়ে দিয়ে কুলদীপ ও দলের প্রত্যেক ক্রিকেটারদের উদ্দেশ্যে একটি বার্তা দেন। তিনি বলেছেন, ‘ভালো, সত্যিই ভালো বোলিং পারফরম্যান্স। তারা আমাদের প্রথম দিকে চ্যালেঞ্জ করেছিল; তারা একটি ফ্লাইয়ারে নেমে গেল। আমাদের মনোভাব এবং প্রতিশ্রুতি ফিরে এসেছিল, আমরা এটিকে টেনে নিয়েছি। কুলদীপ, কোথায় তুমি? খেলা শেষে হতাশ, তাই না? আপনি খেলা শেষে আমাকে সরি বলেছিলেন। তাই বন্ধু, ক্রিকেট মাঠে যা হয় তার জন্য তুমি কি কখনও আমাকে বা কাউকে সরি বলবে না। আমি আপনাকে যা করতে চাই তা হ'ল শক্তিশালী বাউন্স ব্যাক এবং আজ চার বলে ২/২৩, এটি বোলিংয়ে একটি অসামান্য স্পেল ছিল। সাবাশ।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।