টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সব ঠিক আছে। শুধু একটাই বিষয়েই সতর্ক থাকতে হবে। এমনটাই জানালেন ভারতের পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। তাঁর মতে, পারফরম্যান্স ভালো হয়েছে বলে ভেসে গেলে চলবে না।
শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৪৯ রানে উড়িয়ে দিয়েছে ভারত। সেইসঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে। সেই তুখোড় পারফরম্যান্সের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতের অধিনায়ক বলেন, ‘ব্যাটিং করি বা বোলিং - আমরা পাওয়ার প্লে'র গুরুত্ব বুঝি। দুটি ম্যাচেই পাওয়ার প্লে'তে আমরা দারুণ খেলেছি। সেভাবেই খেলে যাওয়ার জন্য ছেলেদের আত্মবিশ্বাস জোগাতে চাই। যারা বেঞ্চে বসে আছে, তাদের কয়েকজনকে আমরা সুযোগ দিতে চাই। সেটা নিয়ে কোচের সঙ্গে আলোচনা করব। আমরা সঠিক দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের শুধুমাত্র সতর্ক থাকতে হবে যাতে আমরা ভেসে না যাই।’
IND vs ENG: নয়া ধাঁচের ব্যাটিং, ভুবিদের বোলিং - ইংল্যান্ডে কোন ৫ বিষয় ভারতকে স্বস্তি দেবে?
এজবাস্টনে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে আট আট উইকেটে ১৭০ রান তোলে ভারত। ২০ বলে ৩১ রান করেন ভারতের ক্রিকেট অধিনায়ক। ১৫ বলে ২৬ রান করেন ঋষভ পন্ত। তাঁদের সৌজন্যে দুর্দান্ত শুরু করলেও একটা সময় পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। সেখান থেকে ভারতকে টেনে তোলেন রবীন্দ্র জাদেজা। ২৯ বলে সর্বোচ্চ অপরাজিত ৪৬ রান করেন। সেই ইনিংসের জন্য জাড্ডুর ভূয়সী প্রশংসা করেন রোহিত। বলেন, 'চাপের মুখে দারুণ খেলেছে জাদেজা। এই মাঠে শতরানের অভিজ্ঞতা থেকে ও খুব শান্ত এবং ধীরস্থিত ছিল। আমরা জানতাম যে ও কখনওই চাপে পড়ে যায়নি।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।