পুসকাসকে টপকে পাঁচে উঠলেন ছেত্রী, সব থেকে বেশি আন্তর্জাতিক গোলের নিরিখে সামনে রয়েছেন মেসি-রোনাল্ডো, দেখে নিন তালিকা
Updated: 29 Mar 2023, 11:00 AM IST Abhisake Koley 29 Mar 2023 Highest International Goals, Sunil Chhetri, India vs India vs Kyrgyzstan, Ferenc Puskas, Cristiano Ronaldo, Lionel Messi, ভারত বনাম কিরঘিজস্তান, সুনীল ছেত্রী, বাংলা খেলার খবর, ফুটবলমঙ্গলবার কিরঘিজস্তানের বিরুদ্ধে একটি গোল করার সুবা... more
মঙ্গলবার কিরঘিজস্তানের বিরুদ্ধে একটি গোল করার সুবাদে মেসি-রোনাল্ডোর আরও কাছে চলে আসেন সুনীল।
মঙ্গলবার কিরঘিজস্তানকে ২-০ গোলে হারিয়ে ইম্ফলে আয়োজিত ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ভারত। ম্যাচের ৮৪ মিনিটের মাখায় পেনাল্টি থেকে গোল করেন সুনীল ছেত্রী। উল্লেখযোগ্য বিষয় হল, ভারতের জার্সিতে এটি ছেত্রীর কেরিয়ারের ৮৫তম গোল। এই নিরিখে সুনীল পুসকাসকে টপকে সব থেকে বেশি আন্তর্জাতিক গোল করা ফুটবলারদের তালিকায় ৫ নম্বরে উঠে আসেন। বর্তমান ফুটবলারদের মধ্যে রোনাল্ডো ও মেসির পরে তৃতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের মালিক ছেত্রী। ছবি- পিটিআই।
পরবর্তী ফটো গ্যালারি