জামশেদপুর এফসি থেকে গ্রেগ স্টুয়ার্টকে ছিনিয়ে নিয়ে সই করিয়ে নিজেদের দলের শক্তি আরও বাড়াল মুম্বই সিটি এফসি। ইতিমধ্যেই মুম্বইয়ের তরফে স্টুয়ার্টর চুক্তির কথা সরকারিভাবে জানিয়েও দিয়েছে মুম্বই। স্কটিশ আক্রমণাত্মক মিডফিল্ডারের সঙ্গে ২ বছরের চুক্তি হয়েছে মুম্বইয়ের।
গ্রেগ স্টুয়ার্ট একটা সময়ে স্টিভেন জেরার্ডের অধীনেও খেলেছেন। জেরার্ড রেঞ্জার্সের কোচ থাকাকালীন গ্রেগ ছিলেন তাঁর পছন্দের ফুটবলার। ২০২০-২১ মরশুমে জেরার্ডের কোচিংয়ে রেঞ্জার্স ঐতিহাসিক স্কটিশ প্রিমিয়ারশিপ জিতেছিল। আর সেই সাফল্যের নেপথ্য নায়ক ছিলেন গ্রেগ স্টুয়ার্ট।
আরও পড়ুন: কৃষ্ণের পরিবর্তে বড় ধামাকা, রাশিয়া বিশ্বকাপে খেলা অজি স্ট্রাইকারকে সই ATK MB-র
৩২ বছরের তারকা মিডফিল্ডার আইএসএলে নাম লিখিয়েই জামশেদপুর এফসিকে লিগ উইনার্স শিল্ড জিততে সাহায্য করেছিলেন। গ্রেট ব্রিটেনের বাইরে ভারতেই প্ৰথম খেলতে এসেছিলেন স্টুয়ার্ট। গত মরশুমে জামশেদপুর যে ৪৩ গোল করেছিল, তার মধ্যে ২০ গোলের (১০ গোল করেছেন, ১০ গোল করিয়েছেন) ক্ষেত্রেই প্রত্যক্ষ এবং পরোক্ষ যোগাযোগ ছিল স্টুয়ার্টের। আইএসএলের প্ৰথম মরশুমেই ‘হিরো অফ দ্য লিগ’-এর তকমাও জিতেছিলেন তিনি।
আরও পড়ুন: অ্যাটলটিকো মাদ্রিদের তারকাকে গোয়ার থেকে কেড়ে নিল মুম্বই সিটি, চুক্তি এক বছরের
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।