বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ISL 2022-23: প্রথম দুইয়ে থাকা এখন আমাদের হাতে নেই- সাফ কথা ATKMB কোচ ফেরান্দোর
পরবর্তী খবর

ISL 2022-23: প্রথম দুইয়ে থাকা এখন আমাদের হাতে নেই- সাফ কথা ATKMB কোচ ফেরান্দোর

জুয়ান ফেরান্দো।

ইন্ডিয়ান সুপার লিগে দুই দল মুখোমুখি হয়েছে পাঁচ বার। দু’টিতে জিতেছে কলকাতার দল। একটিতে জিতেছে চেন্নাইয়িন এফসি। বাকি দু'টি ড্র হয়েছে। চলতি আইএসএলেই সবুজ-মেরুন বাহিনীর বিরুদ্ধে প্রথম জয় পেয়েছে চেন্নাইয়ের দলটি।

মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে অনেক চেষ্টা করেও জিততে না পারার যন্ত্রণা এবং চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে প্রথম লিগে হারের জ্বালা- এই নিয়ে শনিবার ফের খেলতে নামছে এটিকে মোহনবাগান। চেন্নাইয়ের ঘরের মাঠে জুয়ান ফেরান্দো দলকে হারিয়ে এই দ্বিগুণ জ্বালা মেটাতে পারবে কি এটিকে মোহনবাগান?

চেন্নাইয়িন এফসি-র ঘরের মাঠে নামার চব্বিশ ঘণ্টা আগে লিগ টেবলে এটিকে মোহনবাগানের যা অবস্থান, তার চেয়ে এক ধাপ উপরে অর্থাৎ তিন নম্বরে উঠতে হলে তাদের এই ম্যাচে জিততেই হবে। খাতায় কলমে চেন্নাইয়িনের চেয়ে ভালো দল নিয়েই এগোচ্ছেন এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো। কিন্তু ম্যাচটা যেহেতু চেন্নাইয়ে, তাই কিছুটা চিন্তায় রয়েছেন তিনি। ঘরের মাঠেই যাদের কাছে হার দিয়ে এ বারের হিরো আইএসএল অভিযান শুরু করে গত বারের সেমিফাইনালিস্টরা, অ্যাওয়ে ম্যাচে কতটা সুবিধা করতে পারবে তারা, সেটাই প্রশ্ন।

যদিও সেই পরিস্থিতি আর এখনকার পরিস্থিতির মধ্যে অনেক ফারাক। সেটা ছিল দুই দলেরই প্রথম ম্যাচ। তার পরে দু’পক্ষেরই এক ডজন বা তারও বেশি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। দুই দলেরই চোট-আঘাতের তালিকায় একাধিক খেলোয়াড়ের নাম রয়েছে। তাই পরিস্থিতিও অন্য রকম। ফেরান্দো তাই হার-জিত নিয়ে নির্দিষ্ট করে কিছু বলার ঝুঁকি নিতে চান না।

আরও পড়ুন: হেরেই চলেছে লাল-হলুদ, ঘরের মাঠে এ বার হায়দরাবাদের কাছে আত্মসমর্পণ EBFC-র

চেন্নাই উড়ে যাওয়ার আগে সাংবাদিকদের তিনি বলেন, ‘মুম্বইয়ের চেয়ে চেন্নাইয়িন এফসি আলাদা দল। তাই খুঁটিনাটি ব্যাপারগুলিতে পরিবর্তন আনতেই হবে। প্রথম লিগের চেয়ে পরিস্থিতি এখানে আলাদা। ঘরের মাঠে খেলা আর বাইরে গিয়ে খেলার মধ্যে তফাৎ আছে।’

প্রথম মুখোমুখিতে হারার পরে ফের মোলাকাত। আগের ম্যাচেই টানা পাঁচ ম্যাচ জিতে আসা হায়দরাবাদ এফসি-কে আটকে দিয়েছে চেন্নাইয়িন এফসি। তাই তাদের যথেষ্ট সমীহ করছেন ফেরান্দো। বলেছেন, ‘চেন্নাইয়িনে ভালো ভালো খেলোয়াড় আছে। সবাই জানেন। ওরা মাঠে ভালো সিদ্ধান্ত নিতে পারে। সেই জন্যই হায়দরাবাদের মতো দলের বিরুদ্ধে পয়েন্ট পায় বা মুম্বইকেও বেগ দিতে পারে। ওরা শক্তিশালী দল। ম্যাচে আমাদের নিয়ন্ত্রণ রাখতে হবে। পায়ে বল রাখতে হবে, জায়গা তৈরি করে তা কাজে লাগাতে হবে। সেটপিস, ড্রিবলিং, ওয়ান টু ওয়ান পরিস্থিতিতে ওরা খুবই ভাল। জানি ম্যাচটা কঠিন হবে।’

তবে চোট-আঘাত সমস্যা থেকে এখনও মুক্ত হতে পারছেন না। আক্রমণে মনবীর সিংকে নিয়ে উদ্বেগ তো ছিলই। তাতে নতুন সংযোজন দিমিত্রি পেত্রাতোস। তিনি শনিবার মাঠে নামতে পারবেন কি না, নিশ্চিত করে বলতে পারলেন না কোচ। শুধু বললেন, ‘পেত্রাতোস খেলতে পারবে কি না, দেখতে হবে, ডাক্তাররা বলবেন। আরও দু'দিন অনুশীলন আছে। তার পরে বোঝা যাবে। মনবীরের ব্যাপারেও একই কথা বলব। ম্যাচের আগে যদি দেখি ও ফিট আছে, তা হলে খেলাব। এখনও সাতটা ম্যাচ আছে, তার পরে প্লে অফ। অযথা ঝুঁকি নিতে চাই না।’

মুম্বইয়ের বিরুদ্ধে প্রায় হাফ ডজন শট গোলে রেখেও একটিতেও সাফল্য পাননি এটিকে মোহনবাগান তারকারা। লিস্টন কোলাসো থেকে পেত্রাতোস, আশিক কুরুনিয়ান অনেকেই গোলের সুযোগ নষ্ট করেন সে দিন। ম্যাচের পরে এই গোলের সুযোগ তৈরি নিয়েই সন্তোষ প্রকাশ করেন তাঁদের কোচ। এ দিনও সেই জায়গা থেকে বিন্দুমাত্র সরলেন না। বলেন, ‘গোলের সুযোগ তৈরি করতে পারলে তবেই জেতার ৯০ শতাংশ সম্ভাবনা থাকে। একটা ম্যাচে যদি ২০টা শট গোলে রাখা যায়, তা থেকে দু-একটা গোল আসবেই। কিন্তু সারা ম্যাচে দু-একটা শট গোলে রাখলে গোল আসার সম্ভবনা খুবই কম। এটাই আমার নীতি।’

আরও পড়ুন: আনোয়ার আলিকে বিশাল বড় অঙ্কের প্রস্তাব, পরের মরশুমের দল গোছানো শুরু ATK MB-র

দলের আক্রমণ বিভাগের প্রশংসা করে কোচ বলেন, ‘আমাদের দল এই ব্যাপারে যথেষ্ট দক্ষ। কিন্তু আক্রমণের চূড়ান্ত পর্যায়ে ভাগ্য আমাদের সহায় হচ্ছে না। যেমন মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে ওদের গোলকিপার সে দিন দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। প্রতিপক্ষ যদি আমাদের থেকে ভালো পারফরম্যান্স দেখায়, তা হলে হয় নিজেদের আরও উন্নত করতে হয়, না পারলে তা মেনে নিতেই হয়। তবে গোলের সুযোগ তৈরি করাটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

কিন্তু লিগ যত এগোচ্ছে, ততই প্রতিটি পয়েন্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠছে প্রতিটি দলের কাছে। তাই গোলের সংখ্যা যে বাড়াতেই হবে, তা স্বীকার করে নিয়ে প্রীতম কোটালদের হেডমাস্টার বলেন, ‘অবশ্যই বেশি গোল করতে হবে এবং সেই চেষ্টা চালিয়েও যাচ্ছি আমরা। কিন্তু আমি তো আর মাঠে নেমে গোল করতে পারব না। বড়জোর খেলোয়াড়দের সাহায্য করতে পারি। দলের ছেলেদের বিভিন্ন খুঁটিনাটি শেখাতে পারি। কিন্তু মাঠে নেমে ক্রস দেওয়া বা গোলে শট মারা, এটা তো আমার পক্ষে সম্ভব নয়।’

প্রতি ম্যাচে তিন পয়েন্টের লক্ষ্যে যে দল এখন থেকে আক্রমণাত্মক ফুটবলই খেলবে, তা ইঙ্গিতে বুঝিয়েই দিলেন ফেরান্দো। তাই রক্ষণে দুই বিদেশি স্টপার খেলানোর কথাও ভাবছেন না তিনি। বলে দিলেন, ‘দু’জন বিদেশি ডিফেন্ডারকে একসঙ্গে খেলানোর বিষয়টা আমার মাথায় এখন নেই। আমাদের দর্শন হল, প্রতি ম্যাচে তিন পয়েন্ট পেতে হবেই। আমাদের আক্রমণ বিভাগে ভালো মানের খেলোয়াড়রা রয়েছে। তাই মাঝে মাঝে ঝুঁকি নিতে হয়। শুধু রক্ষণের ওপর জোর না দিয়ে আক্রমণের ওপর বেশি জোর দেওয়াই ভাল। তবে পরিস্থিতি অনুযায়ী, যেমন কারও চোট-আঘাত লাগলে, সেই নীতিতে বদল আনতেই হয়।’

লিগের ১৫ নম্বর রাউন্ড শুরু হয়ে গিয়েছে। তাই স্বাভাবিক ভাবেই লিগসেরা নিয়ে জল্পনাও শুরু হয়ে গিয়েছে ফুটবল মহলে। সবুজ-মেরুন সমর্থকেরাও সেই জল্পনা যোগ দিয়েছেন। সবাই চান তাঁদের প্রিয় দল সেরা দুইয়ে থাকুক এবং সরাসরি সেমিফাইনালে উঠুক। তাঁদের জন্য কোচের বক্তব্য, ‘আমাদের যে ভাবে চোট-আঘাত সমস্যার মধ্যে দিয়ে আসতে হয়েছে, তা খুবই কঠিন পরিস্থিতি তৈরি করে দিয়েছিল। এগুলো অনেকটা ভাগ্যেরও ব্যাপার। কখন, কার চোট লাগবে, কেউ বলতে পারে না। আমরা এই ব্যাপারে ভাগ্যের সহায়তা খুব একটা পাইনি। নিজেদের শেষ ম্যাচ পর্যন্ত লড়াই করার জন্য তৈরি করতে হবে। প্রতি ম্যাচে একটাই লক্ষ্য তিন পয়েন্ট। সেই লক্ষ্য পূরণ করতে পারলে আমরা ভালো জায়গায় যেতে পারি।’

লিগশিল্ড জয়ের ব্যাপারেও প্রায় একই কথা বলছেন তিনি, ‘অঙ্কের হিসেবে তো সম্ভব। তবে সবটা আমাদের হাতে নেই। আমাদের দলের নীতি হল শেষ মিনিট পর্যন্ত লড়াই করো। এক নম্বর জায়গা না পেলে দ্বিতীয় স্থানের জন্য লড়াই করো, সেটাও না হলে তিন নম্বরের জন্য লড়ো। লক্ষ্যে পৌঁছনো সম্ভব নয়, এ কথা কখনও বলি না আমরা। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করি। এই দলের উপর আমার সম্পুর্ণ আস্থা আছে। কারণ, অনেক কঠিন পরিস্থিতিতেও দলের ছেলেরা চারিত্রিক দৃঢ়তার প্রমাণ দিয়েছে। তা সত্ত্বেও ভালa ফল পাইনি। যেমন মুম্বইয়ের বিরুদ্ধে। কিন্তু চেষ্টা চালিয়ে যেতেই হবে। ফুটবলে পরিস্থিতি ঘন ঘন বদলে যায়। কখন কার দিন আসে কেউ জানে না।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

Latest News

রণবীরের 'রামায়ণ'-এ ঊর্মিলার চরিত্রের প্রস্তাব ছিল বাংলার এই অভিনেত্রীর কাছে! ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে দুরন্ত ইনিংসের পর এজবাস্টনে এলেন বৈভব! আউটের ভয়ে সময় নষ্টের চেষ্টা ব্রুকের! দেখেই চটলেন পন্ত, গিল! প্রতিবাদ জানালেন ইউক্রেনে সামরিক অভিযান চালিয়ে যাবে রাশিয়া! পুতিনের কথা শুনে ট্রাম্প বললেন… বিশ্বের এক নম্বরের বিরুদ্ধে জিতেই চলেছেন গুকেশ! ম্যাগনাস কার্লসেনকে ফের হারালেন মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৪ জুলাইয়ের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৪ জুলাইয়ের রাশিফল মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৪ জুলাইয়ের রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৪ জুলাইয়ের রাশিফল বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৪ জুলাইয়ের রাশিফল

Latest sports News in Bangla

বিশ্বের এক নম্বরের বিরুদ্ধে জিতেই চলেছেন গুকেশ! ম্যাগনাস কার্লসেনকে ফের হারালেন পাকিস্তানের হকি দল কি ভারতে আসছে? এশিয়া কাপের আগে কী সিদ্ধান্ত নিল ভারত সরকার? মর্মান্তিক ঘটনা! লিভারপুলের স্ট্রাইকার দিয়েগো জোটা গাড়ি দুর্ঘটনায় নিহত, রিপোর্ট ক্লাব বিশ্বকাপে জুভেন্তাসকে হারাল রিয়াল মাদ্রিদ, কোয়ার্টার ফাইনালে উঠল কারা কারা অদ্ভূত কারণে ম্যাচ স্থগিত উইম্বলডনে! রেগে লাল টেনিস তারকা! সমালোচনা শুরু ক্লাব বিশ্বকাপের ম্যাচে চমক আল হিলালের! পেপের ম্যান সিটিকে উড়িয়ে দিল কানসেলোরা ব্রাজিলের দলের বিরুদ্ধে হার! নিজের দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন মার্টিনেজ মঙ্গলবারই চোট কাটিয়ে ফিরছেন এমবাপে! ক্লাব বিশ্বকাপে নামবেন জুভেন্তাসের বিরুদ্ধে মহিলা টেনিসে আসতে পারে ৫ সেটের লড়াই? নয়া ভাবনায় খুশি নন সাবালেঙ্কা!চোটের আশঙ্কা বজ্রপাতের আশঙ্কা,তাই ২ ঘন্টা খেলা বন্ধ ক্লাব বিশ্বকাপে! জিতেও বিরক্ত চেলসির কোচ

IPL 2025 News in Bangla

রাজ কুন্দ্রা ব্ল্যাকমেল করছে! আদালতে দাবি রাজস্থান রয়্যালস কর্ণধার গোষ্ঠীর! সামনে নেই T20! তবু কেন টেস্ট সিরিজ শুরুর আগেই ইংল্যান্ডে গেলেন সূর্যকুমার যাদব? আইপিএল ২০২৫-এ সাফল্যের পর ওজন বেড়েছে বৈভব সূর্যবংশীর! কী বললেন রাহুল দ্রাবিড়? আমি Royal Challenge খাই না! RCBকে নিয়ে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রীর মজাদার মন্তব্য বেঙ্গালুরুতে RCB সমর্থকদের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মুখ খুললেন রাহুল দ্রাবিড়! বিক্রি হতে পারে আইপিএল ২০২৫ চ্যাম্পিয়ন RCB-র ফ্র্যাঞ্চাইজি: রিপোর্ট প্রীতি জিন্টার প্রশ্ন শুনে অবাক রিকি পন্টিং! কী বললেন পঞ্জাব কিংসের হেড স্যার? চিন্নাস্বামী স্টেডিয়ামে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা নিয়ে মুখ খুললেন সুনীল গাভাসকর বিরাট কোহলির জন্য ক্যাপ্টেনের প্রচলিত রীতি ভাঙলেন RCB-র অধিনায়ক রজত পতিদার অধিনায়ক হিসেবে রোহিত-গিলকে চ্যালেঞ্জ দেওয়া শুরু শ্রেয়সের! বলছেন BCCI কর্তারাই

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.