২০২২ বিশ্বকাপ হাতে মেসি, ২০১১ বিশ্বকাপ জয়ের পরে সচিন এভাবে আমরাও নম্বর ১০ এর জন্য লড়েছিলাম, মেসির সঙ্গে সচিনকে জুড়লেন যুবি Updated: 19 Dec 2022, 12:45 PM IST লেখক Sanjib Halder এই বিশাল জয়ের পরে ভারতের ক্রিকেট বিশ্বও মুখরিত হয়ে ওঠেছে মেসিসহ আর্জেন্তিনাকে অভিনন্দন জানাতে। অনেক ভারতীয় ক্রিকেট তারকা মেসি ও আর্জেন্তিনাকে শুভেচ্ছা জানিয়েছেন। সুনীল গাভাসকর ও রবি শাস্ত্রী তো কাতারে পৌঁছে গিয়েছিলেন।