ইউরো ২০২০-র খেতাবি লড়াইয়ে ইতালি বনাম ইংল্যান্ডের মহারণ। ফাইনাল পর্যন্ত যাত্রাপথে অনবদ্য ফুটবল উপহার দিয়েছে দু'দলই। টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে উভয় দেশ। খেতাবি লড়াইয়ের আগে দেখে নেওয়া যাক চলতি ইউরো কাপে ইতালি ও ইংল্যান্ডের সার্বিক পারফর্ম্যান্স।
ইতালির গ্রুপের লড়াই:-
১. তুরস্ককে ৩-০ গোলে পরাজিত করে।
২. সুইজারল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দেয়।
৩. ওয়েলসকে ১-০ গোলে হারিয়ে দেয়।
প্রি-কোয়ার্টার ফাইনাল:-
অস্ট্রিয়াকে ২-১ গোলে পরাজিত করে।
কোয়ার্টার ফাইনাল:-
বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে দেয়।
সেমিফাইনাল:-
স্পেনকে পেনাল্টি শুট-আউটে ৪-২ গোলে পরাজিত করে। নির্ধারিত সময়ে ম্যাচের স্কোর ছিল ১-১।
ইংল্যান্ডের গ্রুপের লড়াই:-
১. ক্রোয়েশিয়াকে ১-০ গোলে হারিয়ে দেয়।
২. স্কটল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করে।
৩. চেক প্রজাতন্ত্রকে ১-০ গোলে হারিয়ে দেয়।
প্রি-কোয়ার্টার ফাইনাল:-
জার্মানিকে ২-০ গোলে পরাজিত করে।
কোয়ার্টার ফাইনাল:-
ইউক্রেনকে ৪-০ গোলে বিধ্বস্ত করে।
সেমিফাইনাল:-
ডেনমার্ককে ২-১ গোলে পরাজিত করে।
ইউরো ২০২০-র ফাইনাল:-
সম্মুখসমরে ইতালি-ইংল্যান্ড।
ইউরোয় ইতালির সেরা পারফর্ম্যান্স:- ১৯৬৮ সালে চ্যাম্পিয়ন হয় ইতালি। ২০০০ ও ২০১২ সালে রানার্স হয়েই সন্তুষ্ট থাকে তারা।
ইউরোয় ইংল্যান্ডের সেরা পারফর্ম্যান্স:- ইংল্যান্ড কখনও ইউরোর খেতাব জেনেনি। এক আগে কখনও ফাইনালেও উঠতে পারেনি। ১৯৬৮ ও ১৯৯৬ সালে সেমিফাইনালে ওঠে ইংল্যান্ড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।