শুভব্রত মুখার্জি: চলতি সিনিয়র মহিলা টি-২০ ট্রফিতে বল হাতে দুরন্ত পারফরম্যান্স উপহার দিলেন একতা বিস্ত। ভারতীয় দলের হয়ে মোটামুটিভাবে নিয়মিত খেলেছেন একতা। আজ তাঁর বোলিং পারফরম্যান্স ম্যাচে পার্থক্য গড়ে দিল। আজ সিনিয়র মহিলা টি-২০তে উত্তরাখন্ডের মুখোমুখি হয়েছিল ঝাড়খণ্ড দল। সেই ম্যাচেই বিস্তের বোলিং ঝড়ে টানটান উত্তেজনার ম্যাচে জয় পেল উত্তরাখণ্ড। সেই ম্যাচেই হ্যাটট্রিক-সহ ৭ উইকেট নিয়ে চলতি সিনিয়র মহিলা টি-২০ চ্যাম্পিয়নশিপে নয়া নজির গড়ে ফেললেন তিনি।
এদিন ম্যাচে আট রান দিয়ে তিনি নেন সাতটি উইকেট। যার মধ্যে রয়েছে একটি হ্যাটট্রিকও। আর এই বোলিং ফিগার চলতি সিনিয়র মহিলা টি-২০ট্রফির সেরা বোলিং পারফরম্যান্স। এই পারফরম্যান্সের মধ্যে দিয়ে একতা পিছনে ফেলে দিলেন ত্রিপুরার পূজা দাসকে। উল্লেখ্য পূজা মিজোরামের বিরুদ্ধে ম্যাচে ১২ রান দিয়ে নেন ৫টি উইকেট। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন গোয়ার নিকিতা মালিক। তিনি তামিলনাড়ুর বিরুদ্ধে ম্যাচে ২৭ রান দিয়ে নিয়েছিলেন ৫টি উইকেট।
এদিন কান্ডিভিলির ম্যাচে ঝাড়খণ্ডকে ১০ রানে হারাল উত্তরাখণ্ড দল। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৭ রান করে উত্তরাখণ্ড দল। অধিনায়ক বিস্ত এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। জবাবে ব্যাট করতে নেমে একটা সময় ঝাড়খণ্ডের স্কোর ছিল ২ উইকেটে ৫২ রান। সেখান থেকে একপা সময় তাদের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ৯৩ রান।
৩৬ বছর বয়সি বিস্ত তার স্পেলের শেষ তিনটি বলে তিন উইকেট নিয়ে করেন হ্যাটট্রিক। প্রথমে তিনি ১২ রান করা শুভকে ফেরান। এরপর দেবইয়ানিকে কট অ্যান্ড বোল্ড আউটে প্যাভিলিয়নের রাস্তা দেখান। পরের বলেই কিপার ব্যাটার এস প্রযুক্তাকে আউট করে সম্পন্ন করেন হ্যাটট্রিক। লো স্কোরিং থ্রিলারে ঝাড়খণ্ডের শেষ ব্যাটার নীধিকে আউট করে উত্তরাখণ্ডের জয় নিশ্চিত করেন অঞ্জলি কথাইত। উল্লেখ্য বিস্ত ভারতের হয়ে ৬৩ টি ওয়ানডে, এবং ৪২ টি টি-২০ ম্যাচে খেলেছেন। ওয়ানডে তিনি ৯৮ এবং টি-২০তে তিনি ৫৩ টি উইকেট নিয়েছেন। উল্লেখ্য মিতালি রাজের নেতৃত্বাধীন যে ভারতীয় দল ২০১৭ সালে মহিলা ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল, সেই দলেরও সদস্যা ছিলেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।