মহারাজের চাপেই এই মরশুমে খেলছেন ঋদ্ধি! নাহলে আগেই অবসর নিতেন! ইডেনেই শেষ ম্যাচ খেলতে চান! আর খেলবেন না IPL-এ…
Updated: 07 Nov 2024, 02:00 PM IST Moinak Mitra 07 Nov 2024 india, indian, australia, wridhiman saha, indian cricket, ipl, gt, gujarat titans, ranji trophy 2024-25, bengal ranji, saurav ganguly, sourav ganguly, bengal cricket, bengal cricket team, the cricket association of bengal, বাংলা, রঞ্জি, রণজি, আইপিএল, কেকেআর, টিম, ইন্ডিয়া, ইন্ডিয়ান, ভারতীয়, বেঙ্গল, ঋদ্ধিমান সাহা, সৌরভ গঙ্গোপাধ্যায়, কর্ণাটক, গুজরাট টাইটানস, জিটি, টেস্টসদ্য ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা জানিয়েছেন ঋদ্ধিমান সাহা। চলতি রঞ্জি ট্রফির পরই তিনি ব্যাট গ্লাভস তুলে রাখতে চলেছেন। তবে ঋদ্ধি বলছেন, আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন খেলা ছাড়ার। কিন্তু মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইচ্ছাতেই নাকি শেষ মরশুম বাংলার হয়ে খেলার সিদ্ধান্ত নিতে হয় তাঁকে।
পরবর্তী ফটো গ্যালারি