WB Monsoon Forecast Latest Update: ১৯ দিন পর 'ঘুম ভাঙল' বর্ষার, অপেক্ষার অবসান ঘটিয়ে দক্ষিণবঙ্গে কবে ঢুকবে মৌসুমি বায়ু?
Updated: 21 Jun 2024, 07:44 AM IST Abhijit Chowdhury 21 Jun 2024 rain forecast, rain forecast in west bengal, monsoon, monsoon arrival forecast in south bengal, monsoon forecast, monsoon arrival in bengal, south-west monsoon, monsoon 2024, monsoon arrival forecast, বর্ষা, বর্ষা আগমন, বাংলায় বর্ষা আগমন, দক্ষিণবঙ্গে বর্ষা আগমন, বাংলায় বর্ষা, মৌসুমি বায়ু, দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু, বর্ষা ২০২৪, বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় বৃষ্টির পূর্বাভাস, imd weather forecast, আবহাওয়ার পূর্বাভাস, পশ্চিমবঙ্গে আবহাওয়ার পূর্বাভাসকলকাতা সহ দক্ষিণবঙ্গে সকাল থেকেই মেঘলা আকাশ। এর আগে গত বৃহস্পতিতে মৌসম ভবনের তরফ থেকে জানানো হয়েছিল, ২ থেকে ৩ দিনে দক্ষিণবঙ্গে বর্ষা আসবে। এরই মাঝে গতকাল বর্ষা কিছুটা এগিয়েছে। তবে এরই সঙ্গে মৌসম ভবন শুক্র সকালে জানাল, কলকাতায় বর্ষা আগমনের জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে।
পরবর্তী ফটো গ্যালারি