IPL Retention - RCB-র রিটেনশন তালিকায় ওপরেই বিরাট-সিরাজ! বোঝা ঝেড়ে ফেলতে বাদ পড়ছেন ম্যাক্সওয়েল…আর দুপ্লেসি?
Updated: 22 Oct 2024, 02:03 PM IST Moinak Mitra 22 Oct 2024 ipl, rcb, virat kohli, glenn maxwell, royal challengers bengaluru, kkr, kolkata knight riders, faf du plessis, will jacks, mohammad siraj, india, indian, ipl auction, ipl retention, ভারত, ভারতীয়, আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়র লিগ, কলকাতা নাইট রাইডার্স, ইন্ডিয়ান, টিম, ইন্ডিয়া, আরসিবি, বিরাট কোহলি, মহম্মদ সিরাজ, গ্লেন ম্যাক্সওয়েল, সিরাজ, মহঃ সিরাজ, বিরাট, নাইট রাইডার্স, নিলাম, উইল জ্যাকস, অস্ট্রেলিয়ান, কেকেআরচলতি মাসের মধ্যেই কোন কোন ক্রিকেটারকে রিটেন করা হচ্ছে সেই তালিকা আইপিএল কমিটিকে জমা দিতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। আরসিবি সূত্রে খবর, ৬জন ক্রিকেটারকে তাঁরা রিটেন করবে না।বিরাট কোহলি, মহম্মদ সিরাজকে নিয়ে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তাঁরা। বিদেশিদের মধ্যে কাকে ধরে রাখবে, সেই নিয়েই ভাবনা চিন্তা চলছে
পরবর্তী ফটো গ্যালারি