বাড়ল মহিলা-সংরক্ষিত প্রার্থী, কমল মুসলিম প্রার্থী - সংখ্যায় তৃণমূলের তালিকা
Updated: 05 Mar 2021, 07:21 PM IST Ayan Das 05 Mar 2021 West Bengal assembly election 2021, TMC, TMC Female candidates list, TMC SC/ST candidates list, তৃণমূল কংগ্রেস, তৃণমূলের প্রার্থী তালিকা, তৃণমূলের মহিলা প্রার্থ‘বাংলার মেয়েকেই চাই’ - দলের নয়া স্লোগানের সঙ্গে সামঞ্জস্য রেখে এবার বেশি সংখ্যক মহিলাকে টিকিট দিল তৃণমূল কংগ্রেস। এমনিতেই ঘাসফুল শিবিরের তরফে দাবি করা হয়, ভারতের কোনও দলেই তৃণমূলের মতো মহিলা প্রতিনিধি নেই। সেই রেশ ধরেই ২০১১ সাল থেকে লাগাতার বিধানসভা ভোটে মহিলা প্রার্থীর সংখ্যা বাড়িয়ে আসছে তৃণমূল। সেই সঙ্গে তফসিলি জাতি ও উপজাতি ভোটারদের সংখ্যাও বেড়েছে। অসংরক্ষিত আসনেও তাঁদের প্রার্থী করা হয়েছে। তবে মুসলিম প্রার্থীর সংখ্যা কমেছে। টিকিট পাননি একাধিক বিদায়ী মন্ত্রীও। একনজরে দেখে নিন তৃণমূলের প্রার্থী তালিকা সংক্রান্ত বিভিন্ন পরিসংখ্যান -
পরবর্তী ফটো গ্যালারি