SRH vs DC, IPL 2025: এই নিয়ে ছ'বার ট্র্যাভিস হেডকে আউট করলেন, হল নজির, সঙ্গে ৫ উইকেট নিয়েও বড় রেকর্ড স্টার্কের
Updated: 30 Mar 2025, 05:59 PM IST Tania Roy 30 Mar 2025 Mitchell Starc, IPL 2025, DC, Sunrisers Hyderabad, SRH, Delhi Capitals, Sunrisers Hyderabad vs Delhi Capitals, Travis Head, SRH vs DC, Indian Premier League 2025, Indian Cricket, Bengali Sports News, মিচেল স্টার্ক, আইপিএল ২০২৫, সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস, ট্র্যাভিস হেডSunrisers Hyderabad vs Delhi Capitals: SRH-এর বিরুদ্ধে পাওয়ারপ্লে-তেই ৩ উইকেট তুলে নেন DC-র তারকা পেসার মিচেল স্টার্ক। এর পর ডেথ ওভারে নেন আরও ২ উইকেট। অস্ট্রেলিয়ান পেসার এদিন ৩.৪ ওভারে ৩৫ রানে ৫ উইকেট তুলে নেন। যার নিটফল, প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দরাবাদ ১৮.৪ ওভারে ১৬৩ রানে অল আউট হয়ে যায়।
পরবর্তী ফটো গ্যালারি