IND vs AUS-ম্যাচ শুরু হতে না হতেই মাঠে প্রবেশ করলেন ‘জার্ভো 69’, রেগে লাল বিরাট কোহলি
Updated: 08 Oct 2023, 03:42 PM IST Sanjib Halder 08 Oct 2023 India vs Australia, World Cup 2023, Jarvo 69, ভারত বনাম অস্ট্রেলিয়া, জার্ভোরবিবার চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের বিশ্বকাপ ২০২৩ অভিযান শুরু করেছে ভারতীয় দল। এই ম্যাচের সময়ে মাঠে প্রবেশ করেছিলেন ‘জার্ভো 69’। সকলকে ফাঁকি দিয়ে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে মাঠে নামেন এই ইংলিশ ক্রিকেট ভক্ত। তবে সঙ্গে সঙ্গেই তাকে মাঠের বাইরে বের করে দেওয়া হয়।
নিরাপত্তাকর্মীরা এই সময় ‘জার্ভো 69’ কে মাঠের বাইরে বের করে দেন। এই সময়ে জার্ভোর সঙ্গে বিরাট কোহলিকেও কথা বলতে দেখা যায়। বিরাটের অভিব্যক্তি থেকে স্পষ্টই বোঝা যাচ্ছিল যে তিনি এই প্র্যাঙ্কস্টারকে দেখে বেজায় চটেছিলেন। আর কোনও ম্যাচে না নামতে নির্দেশ দিচ্ছিলেন বিরাট কোহলি। (ছবি-এক্স)
পরবর্তী ফটো গ্যালারি