T20 World Cup 2022: রোহিত-কার্তিকের ব্যর্থতা, অক্ষরের ফ্লপ শো, কোহলি-সূর্য নির্ভরতা- সেমির আগে ভারতের মূল উদ্বেগ
Updated: 09 Nov 2022, 10:53 PM IST Tania Roy 09 Nov 2022 icc t20 world cup 2022 semi final, india vs england, virat kohli, axar patel, team india, rohit sharma, dinesh karthik, suryakumar yadav, ravindra jadeja, hardik pandya, indian cricket team, bengali sports news, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২, বিরাট কোহলি, রোহিত শর্মা, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদবসুপার টুয়েলভের দুই গ্রুপ মিলিয়ে সবচেয়ে বেশি পয়েন্ট পেয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। তাদের পারফরম্যান্স নিয়েও বাহবা দেওয়া হচ্ছে। তবে টিমে বিস্তর দুর্বল জায়গা রয়েছে। যেখানে আঘাত করে সহজেই সাফল্য পেতে পারে বিপক্ষ টিম। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নামার আগে যা উদ্বেগে রাখবে টিম ইন্ডিয়াকে।
পরবর্তী ফটো গ্যালারি