Sandip Ghosh Laptop Details: একের পর এক 'ফোল্ডার', সত্যি সন্দীপের ল্যাপটপ থেকে মিলেছে নাকি 'ওসব'?
Updated: 12 Sep 2024, 07:42 AM IST Abhijit Chowdhury 12 Sep 2024 rg kar, sandip ghosh, sandip ghosh sexuality, sandip ghosh laptop, nude, nude photos of males in sandip ghosh laptop, sandip ghosh homosexual, সন্দীপ ঘোষ হোমোসেক্সুয়াল, আরজি কর দুর্নীতি, সন্দীপ ঘোষ, সন্দীপ ঘোষের ল্যাপটপে কী কী পাওয়া গিয়েছে, পুরুষদের নগ্ন ছবি সন্দীপ ঘোষের ল্যাপটপে, ed, laptop, enforcement directorateএকাধিক সংবাদসংস্থার রিপোর্টে দাবি করা হচ্ছে, সেই ল্যাপটপ দেখে চক্ষু চড়কগাছ কেন্দ্রীয় তদন্তকারীদের। এই আবহে সন্দীপের ল্যাপটপে কী কী আছে, তা জানতেই কৌতুহল বাড়ছে সাধারণ মানুষেরও। দাবি করা হচ্ছে, নথির পাশাপাশি বেশি কিছু ছবি নাকি আছে সেই ল্যাপটপে।
পরবর্তী ফটো গ্যালারি