RR vs GT, IPL 2024: একেই মরশুমের প্রথম হার, গোদের উপর বিষফোঁড়া আবার ১২ লাখ টাকা জরিমানা করা হল সঞ্জুকে Updated: 11 Apr 2024, 09:05 AM IST Tania Roy Rajasthan Royals vs Gujarat Titans: বুধবার গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে তাঁর দল স্লো ওভার রেট বজায় রাখার জন্য জরিমানার মুখে পড়তে হয় রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জুকে। ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে তাঁকে।