Puri Ratna Bhandar Opening: ৪৬ বছর পর আজ খুলছে পুরীর রত্ন ভাণ্ডারের দরজা, জগন্নাথ দেবের কোষাগারে দেখা যাবে কী?
Updated: 14 Jul 2024, 10:33 AM IST Abhijit Chowdhury 14 Jul 2024 puri, puri jagnannath temple mystries, puri jagannath temple, intersting facts of puri jagannath temple, puri jagannath temple ratna bhandar, ratna bhandar opening, ratna bhandar details, পুরী, জগন্নাথ মন্দির, পুরী জগন্নাথ মন্দির, পুরী জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার, পুরী জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারের বিশদ, পুরী জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার খুলবেআজ খোলা হবে পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারের দরজা। ১৯৭৮ সালে শেষবার এই দরজায় তালা পড়েছিল। এরপর থেকে সেই কোষাগার আর খোলা হয়নি। এই আবহে পুরীর কোষাগারের ভিতরে কী কী থাকতে পারে, তা নিয়ে চরমে সাধারণ মানুষের উৎসাহ। কী কী আছে এই ভাণ্ডারে? কী বলছে সর্বশেষ তালিকা?
পরবর্তী ফটো গ্যালারি