OPS Indefinite Strike: উচ্চমাধ্যমিকের মাঝেই OPS-এর দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট রাজ্য সরকারি কর্মীদের
Updated: 16 Mar 2023, 09:47 AM IST Abhijit Chowdhury 16 Mar 2023 what is the difference between old pension and nps?, old pension scheme, old pension scheme latest news 2022, nps vs ops, maharashtra, state govt employees, ওপিএস, ওল্ড পেনশন স্কিম, ন্যাশনাল পেনশন সিস্টেম, মহারাষ্ট্র, এনপিএস এবং ওপিএস-এর পার্থক্যপুরনো পেনশন স্কিম চালুর দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করলেন মহারাষ্ট্রের রাজ্য সরকারি কর্মচারীরা। গত মঙ্গলবার থেকেই আন্দোলন শুরু করেছেন সরকারি কর্মচারীরা। এর জেরে ভেঙে পড়েছে সেই রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা। এদিকে চাপের মুখে ওল্ড পেনশন স্কিম চালু করার বিষয়ে খতিয়ে দেখতে কমিটি গঠনের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।
পরবর্তী ফটো গ্যালারি