North Bengal Extreme Heavy Rain Red Alert: তিস্তার তাণ্ডব, অত্যধিক ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি উত্তরে, আরও ফুঁসবে নদী?
Updated: 05 Jul 2024, 01:55 PM IST Abhijit Chowdhury 05 Jul 2024 north bengal flood situation, teesta river, red alert, rain forecast, heavy rain forecast due to low pressure, extremely heavy rainfall, monsoon, rain forecast in north bengal, rain forecast in west bengal, বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, বর্ষা, অত্যধিক ভারী বৃষ্টির পূর্বাভাস, ভারী, বৃষ্টি, তিস্তা নদীউত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি চলছে। এই আবহে উত্তরের ৫ জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। এরই সঙ্গে তিস্তাতেও জারি করা হয়েছে লাল সতর্কতা। সিকিম ও ভুটানেও অবিরাম বৃষ্টি হওয়ায় জলঢাকার জলস্তর আরও বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বৃহসপ্ততিতে চার দফায় জল ছাড়া হয়েছিল তিস্তা দিয়ে।
পরবর্তী ফটো গ্যালারি