NJP-Guwahati Vande Bharat Final Timetable: সোমবার ছুটতে শুরু করবে বাংলায় নয়া বন্দে ভারত, চূড়ান্ত সময়সূচি প্রকাশ রেলের
Updated: 28 May 2023, 11:05 AM IST Abhijit Chowdhury 28 May 2023 njp-guwahati vande bharat, vande bharat, vande bharat express, vande bharat time table, vande bharat stoppage in new coochbehar, বন্দে ভারত, বন্দে ভারত এক্সপ্রেসের চূড়ান্ত সময়সূচি, এনজেপি গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের চূড়ান্ত সময়সূচি, এনজেপি গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস, ভারতীয় রেল, indian railwaysআগামিকাল উদ্বোধন করা হবে পশ্চিমবঙ্গের তৃতীয় এবং উত্তরপূর্ব ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। এনজেপি থেকে গুয়াহাটি পর্যন্ত ছুটবে এই ট্রেনটি। সোমবার গুয়াহাটি থেকে দুপুর ১২টা থেকে এই ট্রেনটিকে সবুজ পতাকা দেখানো হবে। বাণিজ্যিক ভাবে চালু হলে ট্রেনটি সকালে এনজেপি থেকে ছাড়বে।
পরবর্তী ফটো গ্যালারি