Atal Pension Yojna: প্রতি মাসে ৫ হাজার টাকা পেনশন দেবে সরকার, জেনে নিন কী ভাবে পাবেন এই সুবিধা
Updated: 14 Jun 2022, 03:37 PM IST Abhijit Chowdhury 14 Jun 2022 atal pension yojna, pension scheme, central government pension scheme, অটল পেনশন যোজনা, পনশন যোজনা, কেন্দ্রীয় সরকারের পনশন যোজনাAtal Pension Yojna: যেকোনও ব্যক্তি অবসর গ্রহণের পর নিজের জীবনকে আর্থিকভাবে শক্তিশালী করতে চাইবেন। কেন্দ্রীয় সরকারের এমন অনেক স্কিম রয়েছে, যেখানে আপনি বিনিয়োগ করে আপনার বার্ধক্যকে সুনিশ্চিত করতে পারেন। এরকমই একটি প্রকল্প হল অটল পেনশন যোজনা (APY)। এই স্কিমের মাধ্যমে আপনি একটি বিশাল ফান্ড তৈরি করতে পারেন। অসংগঠিত ক্ষেত্রে কাজ করা লোকেদের জন্য এটি খুব উপকারী সামাজিক নিরাপত্তা প্রকল্প। এই প্রকল্পের অধীনে সরকার ষাটোর্ধ্বদের পেনশন দেয়।
পরবর্তী ফটো গ্যালারি