ICC ODI WC 2023 Points Table: ল্যাজেগোবরে হাল, পয়েন্ট টেবলের তলানিতে ঠাঁই হল ইংল্যান্ডের, জয়ের খাতা খুলেই বড় লাফ লঙ্কার
Updated: 21 Oct 2023, 10:28 PM IST Tania Roy 21 Oct 2023 ICC ODI WC 2023 Points Table, ICC ODI World Cup 2023ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে পয়েন্ট টেবলের অঙ্কটা ফের এলোমেলো করে দিল দক্ষিণ আফ্রিকা। চলতি বিশ্বকাপের পয়েন্ট টেবলে প্রোটিয়ারা নিজেদের জায়গা ধরে রাখল ঠিকই, তবে ইংল্যান্ডকে কান ধরে টেনে নামিয়ে দিল একেবারে তলানিতে। এদিকে শ্রীলঙ্কা শনিবার প্রথম পয়েন্টের খাতা খুলল। তারাও পিছনে ফেলল ব্রিটিশদের।
ইংল্যাল্ডের বিরুদ্ধে বড় জয় পেল দক্ষিণ আফ্রিকা। আর সেই জয়ের হাত ধরেই বদলে গেল চলতি বিশ্বকাপের পয়েন্ট টেবলের অঙ্ক। বাজে ভাবে ম্যাচ হেরে তলার সারিতে নেমে গেল ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকা তাদের জায়গা মজবুত করল। এদিকে নেদারল্যান্ডসকে হারিয়ে চলচি বিশ্বকাপে প্রথম জয়ের খাতা খুলল শ্রীলঙ্কা। পয়েন্ট টেবলে বড় লাফ সিংহবাহিনীর।
পরবর্তী ফটো গ্যালারি