Howrah Local Train Accident: লাইনচ্যুত লোকাল ট্রেন, মঙ্গল সকালে ব্যাহত রেল পরিষেবা, এখন কী পরিস্থিতি?
Updated: 28 May 2024, 10:11 AM IST Abhijit Chowdhury 28 May 2024 rail accident, train accident, howrah bardhaman main line, eastern railways, indian railway, local train, local train accident, howrah bardhaman local train, হাওড়া স্টেশন, হাওড়া বর্ধমান মেন লাইন, হাওড়া বর্ধমান লোকাল ট্রেন, লোকাল ট্রেন, লোকাল ট্রেন দুর্ঘটনা, লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত, লোকাল ট্রেন পরিষেবা বন্ধ, ট্রেন দুর্ঘটনা, রেল দুর্ঘটনাপূর্ব রেলের হাওড়া-বর্ধমান মেন লাইনে সকাল সকাল ব্যাহত ট্রেন পরিষেবা। এক দুর্ঘটনার জেরে ডাউন লাইনে বন্ধ ট্রেন চলাচল। জানা গিয়েছে, একটি লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ায় এই বিপত্তি ঘটে। লিলুয়া স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। এর জেরেই সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।
পরবর্তী ফটো গ্যালারি