Extremely heavy rain Red Alert in Bengal: হবে অত্যধিক ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গের বহু জেলায় জারি লাল সতর্কতা
Updated: 01 Aug 2023, 02:09 PM IST Abhijit Chowdhury 01 Aug 2023 thunderstorm, monsoon, extremely heavy rainfall, deep depression, rain forecast, heavy rain forecast due to low pressure, rain forecast in kolkata, rain forecast in west bengal, rain forecast in south bengal, বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় বৃষ্টির পূর্বাভাস, পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, বর্ষা, লাল সতর্কতা, ঝড়, প্রবল ঝড়, পশ্চিমবঙ্গের আবহাওয়া, দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস, deep depression over bay of bengal, red alertসকাল থেকেই আকাশ ছিল আংশিক মেঘলা। বেলার দিকে সূর্য কিছুটা উঁকি দিয়েছিল। তবে দুপুর গড়াতেই আকাশ ছেয়ে গিয়েছে কালো মেঘে। হাওয়া অফিস জানিয়েছে, আর কিছুক্ষণে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়বে কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এর জেরে বহু জায়গায় জারি লাল সতর্কতা।
পরবর্তী ফটো গ্যালারি