সব ঠিক আছে তো? হেঁটে গঙ্গা পেরোলেন কমিশন অফ রেলওয়ে সেফটির (সিআরএস) দলের সদস্যরা। শুধু সেই পথটুকু নয়, এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ৪.৮ কিলোমিটারের পুরো অংশ হেঁটে অতিক্রম করেন তাঁরা। তাঁদের সার্টিফিকেট মিললেই পরিষেবা শুরু হবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশে।