Dearness Allowance Dharna: ডিএ আন্দোলনই ‘কাঁটা’, সরকারি কর্মীদের অনড় অবস্থানে মাথায় হাত পড়বে তৃণমূলের?
Updated: 24 Mar 2023, 09:27 AM IST Abhijit Chowdhury 24 Mar 2023 dearness allowance, 6th pay commission, abhishek banerjee, trinamool congress, da protest, মহার্ঘ ভাতা, ডিএ আন্দোলন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ষষ্ঠ বেতন কমিশন, তৃণমূল কংগ্রেস, indian army, maidan, ময়দান, শহিদ মিনার, ভারতীয় সেনাজানুয়ারির শেষ লগ্নে শুরু হয়েছিল ডিএ আন্দোলন। এখনও ... more
জানুয়ারির শেষ লগ্নে শুরু হয়েছিল ডিএ আন্দোলন। এখনও তা জারি রয়েছে। শহিদ মিনারের সামনে ডিএ-র ধরনামঞ্চে দিনকে দিন আন্দোলকারীদের আনাগোনা বাড়ছে। এদিকে ২৯ মার্চ শহিদ মিনারেই তৃণমূল ছাত্র ও যুবদের সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে তৃণমূলের এই সভা ঘিরে অনিশ্চয়তা দেখা দিচ্ছে। জানা গিয়েছে, তৃণমূলের সভা সংক্রান্ত পরিকল্পনা জানতে চেয়েছে সেনা।
পরবর্তী ফটো গ্যালারি