Deep Depression Heavy Rain in South Bengal: সাগরের গভীর নিম্নচাপের বার্তা বয়ে আনল কালো মেঘ, আজ বাংলায় ভারী বৃষ্টি হবে
Updated: 16 Nov 2023, 10:35 AM IST Abhijit Chowdhury 16 Nov 2023 rain forecast, rain forecast in west bengal, rain forecast in kolkata, rain forecast in south bengal, heavy rain forecast in south bengal, west bengal weather, west bengal heavy rain, kolkata weather today, deep depression over bay of bengal, অতিগভীর নিম্নচাপ, বৃ্, বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় বৃষ্টির পূর্বাভাস, পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতার আবহাওয়া, পশ্চিমবঙ্গের আবহাওয়া, দক্ষিণবঙ্গের আবহাওয়াসাগরে গভীর নিম্নচাপের জেরে আজকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর মধ্যে একাধিক জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এর জেরে জারি করা হয়েছে সতর্কতা। আগামিকাল দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
পরবর্তী ফটো গ্যালারি