বাংলাদেশের MP হত্যায় ৮ দিনের পুলিশি হেফাজতে রহস্যময়ী শিলাস্তি সহ ৩, খুনের প্ল্যানিং হয় কোথায়? এল হাড়হিম করা তথ্য
Updated: 24 May 2024, 09:56 PM IST Sritama Mitra 24 May 2024 Bangladeshi MP murder case, who is Silisti Rahman, Anwar ul Azim murder update, Kolkata, Bangledesh, Police, বাংলাদেশি সাংস খুনের হাড়হিম করা খবর, আনোয়ার উল আজিম, আনোয়ারুল আজিম, শিলস্তি রহমানসন্দেহে থাকা শিমুল ভুঁইঞা আগে, বাংলাদেশের নিষিদ্ধ ... more
সন্দেহে থাকা শিমুল ভুঁইঞা আগে, বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সদস্য ছিল। এরপর সে নাম বদলে ফেলে। আমানুল্লাহ নাম নিয়ে সে জাল পাসপোর্ট বানায়।
বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম খুনে পরতে পরতে হাড়হিম করা তথ্য উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই সিআইডি গ্রেফতার করেছে এক কসাইকে। ভাঙড় এলাকায় খোঁজ চলছে মৃত সাংসদের দেহের অংশের। এদিকে, বাংলাদেশে ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সেই ৩ সন্দেহভাজনের মধ্যে অন্যতম হল রহস্যময়ী শিলাস্তি রহমান। শিলাস্তি সহ ৩ জনকে এদিন হেফাজতে নিল বাংলাদেশ পুলিশ। বেশ কিছু রিপোর্টের দাবি, এই শিলাস্টির ডাকেই সাড়া দিয়ে নিউটাউনে আসেন বাংলাদেশের ওই সাংসদ। প্রশ্ন উঠছে, তাহলে কি হানিট্র্যাপের ফাঁদে পড়েছিলেন আনোয়ারুল আজিম?
পরবর্তী ফটো গ্যালারি