লোকসভা নির্বাচনের 'ব্যর্থতা' পিছনে ফেলে উত্তরপ্রদেশ উপনির্বাচেন দুরন্ত কামব্যাক করেছে বিজেপি। মোট ন'টি আসনের মধ্যে সাতটিতেই জয়ী হয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। এই সাফল্যের জন্য রাজ্যের জনতা জনার্দনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর শনিবার সন্ধেয় রাজ্যের মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করেন যোগী। সেইসঙ্গে, এই জয়ের কৃতিত্ব তিনি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বক্তব্য, মোদীর নেতৃত্বে বিজেপি মানুষের কল্যাণে লাগাতার কাজ করে চলেছে বলেই উত্তরপ্রদেশ উপনির্বাচনে এই সাফল্য এসেছে।
এদিন তাঁর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে যোগী লেখেন, ‘আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির সফল নেতৃত্ব এবং দূরদর্শিতার উপরেই মানুষ যে আস্থা ও ভরসা রাখছে, এই জয় তারই প্রমাণ।’
একইসঙ্গে, উপনির্বাচনে জয়ের জন্য 'ডাবল ইঞ্জিন সরকার'-এর কর্মদক্ষতা ও পরিষেবাকেও কৃতিত্ব দিয়েছেন যোগী। তাঁর মতে, কেন্দ্র ও রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার সামগ্রিকভাবে রাজ্যবাসীকে উন্নয়ন, সুপ্রশাসন এবং নিরাপত্তা প্রদান করতে সর্বদা সচেষ্ট থেকেছে।
একইসঙ্গে, যোগী এও বলেছেন যে এই জয় আদতে তাঁর দলের সমস্তস্তরের কর্মীদের একাগ্রতা ও ক্লান্তিহীন পরিশ্রমেরও ফসল।
এই প্রসঙ্গে যোগী লেখেন, 'উত্তরপ্রদেশের সুপ্রশাসন এবং উন্নয়নের পাশে থাকার জন্য সম্মানীয় রাজ্যবাসীকে ধন্যবাদ। প্রত্যেক জয়ী প্রার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন।'
এই পোস্টের শেষে যোগী আবারও তাঁর সাম্প্রতিক স্লোগানটি তুলেছেন। লিখেছেন - 'বাঁটেঙ্গে তো কাটেঙ্গে। এক রহেঙ্গে - সেফ রহেঙ্গে।'
এর পাশাপাশি, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে মহাযুতি শিবিরের নিরঙ্কুশ জয় নিয়েও এদিন মন্তব্য করেন যোগী আদিত্যনাথ। সেক্ষেত্রেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরকেই জয়ের প্রধান কারিগর হিসাবে তুলে ধরেন তিনি।
এই বিষয়টি নিয়ে এদিন সোশাল মিডিয়ায় আলাদা করে পোস্ট করেছেন যোগী আদিত্যনাথ। প্রথমেই তিনি এই বিপুল ও বিরাট জয়ের জন্য মহাযুতির প্রত্যেক শরিককে অভিনন্দন জানিয়েছেন।
তাঁর মতে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের এই জয় 'ঐতিহাসিক'। সংশ্লিষ্ট সমস্ত শরিকদল ভালোভাবে কাজ করাতেই এই জয় এসেছে বলে মনে করছেন যোগী।
একইসঙ্গে, মহাযুতি সরকারকে পুনরায় কাজের সুযোগ করে দেওয়ার জন্য মহারাষ্ট্রের আমজনতাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
পাশাপাশি, মহারাষ্ট্রে বিজেপির নেতা-কর্মীদেরও ভূয়সী প্রশংসা করেছেন তিনি। যোগীর মতে, এই দলীয় কর্মীদের কঠোর পরিশ্রম ও একাগ্রতাই মহারাষ্ট্রে বিজেপি তথা মহাযুতির জয় নিশ্চিত করেছে।