WhatsApp-এ এল নতুন ফিচার। এবার দরকারি চ্যাট সবার ওপরে পিন করে রাখতে পারবেন WhatsApp ব্যবহারকারীরা। সম্প্রতি অ্যান্ডরয়েড ও আইওএস-এর জন্য এই ফিচার চালু করেছে WhatsApp.
অনেক সময়ই হোয়াটসঅ্যাপে দরকারি চ্যাট খুঁজে বার করতে কালঘাম ছোটে। নইলে সার্চ করে বার করতে হয় চ্যাট। এই সব ঝঞ্ঝাট থেকে মুক্তি দিতে পিন টু টপ ফিচার এনেছে WhatsApp.
কী করে ব্যবহার করবেন ‘পিন টু টপ’ ফিচ
অ্যান্ডরয়েডে কোনও চ্যাট হেড লং প্রেস করে থাকলে টপ বারে দেখা যাবে পিন আইকন। পিন আইকনে ট্যাপ করলেই সবার ওপরে পিন হয়ে যাবে চ্যাটটি। এর পরে অন্য চ্যাটে মেসেজ এলেও সবার ওপরে দেখা যাবে পিন করা চ্যাটটিকেই।
আইফোন ব্যবহারকারীদের জন্য পদ্ধতিটা কিছুটা আলাদা। তাদের লং প্রেস করার বদলে চ্যাটহেডটি রাইট সোয়াইপ করতে হবে। সেখানে মার্ক অ্যাজ আনরিড-এর পাশে থাকবে পিন আইকন। ট্যাপ করলেই টপে পিন হয়ে যাবে ওই চ্যাটহেডটি।
নতুন ফিচার লঞ্চের ব্যাপারে বরাবরই সাহসী হোয়াটসঅ্যাপ। মাঝেমাঝেই নতুন ফিচার এনে চমকে দেয় সংস্থা। গোটা বিশ্বে ১৫০ কোটি মানুষ যোগাযোগের মাধ্যম হিসাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। বর্তমানে ফেসবুকের নিয়ন্ত্রণাধীন এই সংস্থা।ার?