ফের সারা বিশ্বের কাছে জায়গা করে নিলেন এক ভারতীয়। তিনি আর কেউ নন, টাটা গোষ্ঠীর প্রতিষ্ঠতা জামশেদজি টাটা। গত ১০০ বছরে তাঁর মতো সমাজসেবী খুবই কমই এসেছেন। হুরুন রিপোর্ট অ্যান্ড এডিলগিভ ফাউন্ডেশনের দেওয়া রিপোর্ট অনুযায়ী, ৫০ জনের মধ্যে, যাঁদের নাম রয়েছে তাঁর মধ্যে জামশেদজী টাটার নাম রয়েছে। এই তালিকায় বিল গেটস, ওয়ারেন বাফেটকে পিছনে ফেলে সমাজসেবী হিসেবে বিশ্বের দরবারে স্বীকৃতি পেলেন তিনি।
সংস্থার তরফে যে রিপোর্ট পেশ করা হয়েছে, তাতে দেখা গিয়েছে, জমশেদজি টাটা সমাজসেবী হিসাবে ১০২ বিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছেন, যা পিছনে ফেলে দিয়েছে অনেককেই। বিল গেটস ও তাঁর স্ত্রী মেলিন্ডা অনুদান দিয়েছেন ৭৪.৬ বিলিয়ন মার্কিন ডলার। ওয়ারেন বাফেট অনুদান দিয়েছেন ৩৭.৪ বিলিয়ন মার্কিন ডলার। জর্জ সরোস অনুদান দিয়েছেন ৩৪.৮ মিলিয়ন মার্কিন ডলার ও জন ডি রনফেলার অনুদান দিয়েছেন ২৬.৮ বিলিয়ন মার্কিন ডলার। হারুনের মুখ্য গবেষক রুপার্ট হুজেওয়ারফ জানিয়েছেন, যদিও গত শতাব্দীতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের অনেক ব্যক্তিত্বই প্রচুর অর্থ অনুদান হিসাবে দিয়েছিলেন, তবে তাঁদের সকলকে ছাপিয়ে গিয়েছেন টাটা গোষ্ঠীর প্রতিষ্ঠতা জামশেদজি টাটা। গত ১০০ বছরে তাঁর অবদান সত্যিই অনস্বীকার্য।
উল্লেখ্য, জামশেদজি টাটা ছাড়া আরও জনের ভারতীয়ের নাম উঠে এসেছে এই তালিকায়। তিনি হলেন উইপ্রো গোষ্ঠীর কর্ণধার আদিম প্রেমজি। তাঁর ২২ বিলিয়ন মার্কিন ডলার সমাজসেবার কাজে নিয়োজিত করেছেন।জানা গিয়েছে, জামশেদজি টাটা তাঁর সম্পত্তির দুই তৃতীয়াংশ সরিয়ে রেখে বাকি অর্থ বিভিন্ন সমাজসেবার কাজে যুক্ত ছিলেন। স্বাস্থ্য ও শিক্ষাখাতে প্রচুর টাকা ব্যয় করেছিলেন তিনি, যেটা টাটা গোষ্ঠীর কাছে সবচেয়ে অবদান হিসাবে স্বীকৃতি পেয়েছে।