এপ্রিলের শুরুতেই তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে দেশের একাধিক রাজ্যে। হু হু করে বাড়ছে তাপমাত্রার পারদ।বিপর্যস্ত জনজীবন। এই আবহে ৪০ ডিগ্রি সেলসিয়াসে কম্বল বিতরণ করে বিতর্কে জড়িয়েছেন বিহারের বিহারের ক্রীড়ামন্ত্রী তথা বিজেপি বিধায়ক সুরেন্দ্র মেহতা। বিজেপি-র ৪৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে নিজের বাছওয়ারা বিধানসভা কেন্দ্রের আহিয়াপুর গ্রামের গরিবদের মধ্যে ৫০০টিরও বেশি কম্বল বিতরণ করেছেন ওই মন্ত্রী। (আরও পড়ুন: নিজেদের ভুল কার্যত মেনে নিয়েও ভারতকে নিশানা বাংলাদেশি উপদেষ্টার)
জানা গেছে, ৬ এপ্রিল ভারতীয় জনতা পার্টির ৪৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় মনসুরচক ব্লকের আহিয়াপুর গ্রামে।তীব্র গরমের মধ্যে ওই অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের জমায়েত হয়েছিলেন।৭০০ জনেরও বেশি পুরুষ ও মহিলা সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। অন্যদিকে মঞ্চে বসে আছেন মন্ত্রী এবং স্থানীয় বিজেপি নেতারা। আর সেই অনুষ্ঠানের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পরে অফিসিয়াল ফেসবুক পেজে কম্বল বিতরণের ছবি শেয়ার করে বিহারের মন্ত্রী লিখেছেন, 'দেশ গঠনের চেতনা নিয়ে কাজ করা বিশ্বের বৃহত্তম দল বিজেপির ৪৬তম প্রতিষ্ঠা দিবস আজ বাছওয়ারা বিধানসভা কেন্দ্রের গোবিন্দপুর-২ পঞ্চায়েতের অহিয়াপুর গ্রামে পালিত হয়েছে এবং মানুষকে পোশাক দিয়ে সম্মানিত করা হয়েছে। জয় বিজেপি, জয় ভারত মাতা।' (আরও পড়ুন: মোদীর বৈঠক নিয়ে 'গল্প' বলেছিলেন ইউনুসের সচিব, এবার সত্যিটা সামনে আনলেন উপদেষ্টা)