৭০টি চুরি যাওয়া গাধা উদ্ধারের ঘটনার একমাস কাটতে না কাটতেই এবার নিখোঁজ ছাগলদের খোঁজে নেমেছে পুলিশ। ঘটনা রাজস্থানের হনুমানগড়ের। সেখানে পর পর গাধা নিখোঁজ হওয়ার ঘটনায় পুলিশের দ্বারস্থ হন অনেকে। এরপর তা উদ্ধার হতেই, এলাকায় নিখোঁজ ছাগলদের উদ্ধার করতে পুলিশ গড়েছে আলাদা টিম।
হনুমানগড়ের খুইয়াঁ পুলিশ স্টেশনের কর্মীরা গতমাসে ব্যাপক তল্লাশি চালিয়ে ৭০টি চুরি হওয়া গাধা উদ্ধার করেন। এরপরই এলাকার তিব্বি পুলিশ স্টেশনে দায়ের হয়েছে ১৪টি ছাগলের নিখোঁজ হওয়ার অভিযোগ। তিব্বি পুলিশ স্টেশনের একটি বিশেষ টিম এই নিখোঁজ ছাগলদের খোঁতে তল্লাশির কাজে লাগু হয়েছে। তিব্বি পুলিশের স্পেশ্যাল হাউস অফিসার ভূপ সিং জানিয়েছেন, বেশ কয়েকজন এলাকাবাসী গত কয়েকদিনে অভিযোগ দায়ে করেছেন যে তাঁদের পোষ্য ছাগল নিখোঁজ হয়েছে বলে। বাড়ি থেকেই ছাগল তুলে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ। জানা গিয়েছে, গত ১৫ জানুয়ারি থেকে ৭টি ছাগল নিখোঁজ আর এরপর ২৫ জানুয়ারি থেকে নিখোঁজ হয়েছে আরও ৭টি ছাগল। ছাগল চুরির ঘটনায় এলাকাবাসী বিব্রত বলে খবর।