PNB KYC Update: নয়া মাসে আর করা যাবে না লেনদেন! এই সব ব্যাঙ্ক গ্রাহকদের মাথায় পড়বে হাত
Updated: 30 Aug 2022, 10:14 AM IST Abhijit Chowdhury 30 Aug 2022 punjab national bank, pnb kyc, pnb kyc update, pnb kyc deadline, banking news, banking news in bengali, ব্যাঙ্কিং খব, পিএনবি কেওয়াইসি, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্কের খবরএকাধিক ব্যাঙ্ক বিগত বেশ কয়েক মাস ধরেই KYC প্রক্রিয়া সম্পন্ন করতে গ্রাহকদের সতর্ক করছে। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কও গ্রাহকদের KYC প্রক্রিয়া সম্পন্ন করতে বলে এই সময়। শুধু তাই নয়, এর জন্য সময়ও বেঁধে দেয় পিএনবি। ব্যাঙ্কের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আগামী ৩১ অগস্টের মধ্যেই KYC প্রক্রিয়া শেষ করতে হবে গ্রাহকদের। উল্লেখ্য, KYC করার মাধ্যমে, গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় থাকবে এবং সহজেই সেই অ্যাকাউন্টে লেনদেন করা যাবে।
পরবর্তী ফটো গ্যালারি