অনন্যা দাস
একের পর এক জঙ্গিঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারত। একেবারে দিশেহারা অবস্থা। তবে তার আগে থেকেই পাকিস্তানি মিডিয়া কার্যত নানা মিথ্য়ে গল্প সাজাতে শুরু করেছে। যার কোনও বাস্তব ভিত্তি নেই। ভারত একের পর এক এয়ারবেস ভেঙেছে. আর পাকিস্তান ততই মিথ্যেই পরিমাণ বাড়িয়ে দিয়েছে।
ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার মধ্যে জনগণকে বিভ্রান্ত করার জন্য বেশ কয়েকটি ভুয়ো খবর সামনে এনেছিল পাকিস্তান। তার মধ্যে অন্যতম হল যে পাকিস্তানি হ্যাকাররা নাকি এমন সাইবার আক্রমণ করেছিল, যার ফলে ভারতের বিদ্যুৎ গ্রিডের ৭০শতাংশ অকেজো হয়ে পড়েছিল। কিন্তু সেই কথা যে কতবড় মিথ্যে সেটাও ধরা পড়ে গেল এবার।
এখন, পিআইবি ফ্যাক্ট চেকের অফিসিয়াল এক্স (পূর্বে টুইটার নামে পরিচিত) অ্যাকাউন্টটি স্পষ্ট করে দিয়েছে যে এটি ভুয়ো খবর। খবর হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে।
পাকিস্তানি হ্যাকারদের সম্পর্কে কী ভুয়ো খবর ছিল
কিছুদিন আগে, পাকিস্তানের একটি চ্যানেলের অ্যাঙ্কর দাবি করেছিলেন যে তাদের হ্যাকাররা ভারতের বিদ্যুৎ গ্রিডের একটি অংশ ধ্বংস করে দিয়েছে। একটি ক্লিপে এক মহিলা সঞ্চালক বলছেন, 'ও জো বাচ্চা লড়ে হ্যায়, জো হামারে হ্যাকার্স লড়ে হ্যায়। ম্যায় হায়রান হুঁ (যে বাচ্চারা লড়াই করেছে, আমাদের হ্যাকার যারা লড়াই করেছে। আমি হতবাক)।